তুমি বন্ধু আমারে
তোমার নাও এ নিলা না।।
কথা ছিল আওলা হাওয়ায়
নাও ভাসাইয়া প্রেমের গান শোনাইবা
তুমি তাও শোনাইলা না
তুমি বন্ধু আমারে
তোমার নাও এ নিলা না।
স্বপন ছিল দুচোখেতে
বৈঠা ধরা তোমার হাতে
পালের দড়ি উল্টা টানে
নাও ভাসাইতাম অচিন কূলে
ও আমার তাও হইল না।
তুমি বন্ধু আমারে
তোমার নাও এ নিলা না।
নদীর ধারে বটের কোলে
পথ চেয়ে বন্ধু তোমার শনে
কোন ফাগুনে নাও ভেরাবে
হিজলতলীর দক্ষিন ঘাটে।
তুমি বন্ধু আমারে
তোমার নাও এ নিলা না।
তোমার নাও এ নিলা না।।
কথা ছিল আওলা হাওয়ায়
নাও ভাসাইয়া প্রেমের গান শোনাইবা
তুমি তাও শোনাইলা না
তুমি বন্ধু আমারে
তোমার নাও এ নিলা না।
স্বপন ছিল দুচোখেতে
বৈঠা ধরা তোমার হাতে
পালের দড়ি উল্টা টানে
নাও ভাসাইতাম অচিন কূলে
ও আমার তাও হইল না।
তুমি বন্ধু আমারে
তোমার নাও এ নিলা না।
নদীর ধারে বটের কোলে
পথ চেয়ে বন্ধু তোমার শনে
কোন ফাগুনে নাও ভেরাবে
হিজলতলীর দক্ষিন ঘাটে।
তুমি বন্ধু আমারে
তোমার নাও এ নিলা না।
No comments:
Post a Comment