ভরা জোস্নায় ভেসে যাওয়া রাতে
একা জেগে আছি স্মৃতি হাতড়িয়ে
অন্ধকার জীবন যাত্রা তুমি বিহনে।
বিন্দু বিন্দু ঘামে সিক্ত নাকের ডগা
তোমার সলজ্জ্য মুখ খানা কাছে আসার তীব্র বাসনায় অতৃপ্ত ছোঁয়া,
হঠাৎ নীশি ভেঙ্গে স্বপ্নে জাগা,
কল্পনা তাড়িত জীবন যাত্রা
তোমাকে ফিরে পাওয়ার তীব্রতায় ছুঁয়ে যাওয়া হৃদয়।
প্রীতি' তুমি কোথায় ভেঙ্গে যাওয়া ভালবাসা কাঁদে হৃদয়।
একা জেগে আছি স্মৃতি হাতড়িয়ে
অন্ধকার জীবন যাত্রা তুমি বিহনে।
বিন্দু বিন্দু ঘামে সিক্ত নাকের ডগা
তোমার সলজ্জ্য মুখ খানা কাছে আসার তীব্র বাসনায় অতৃপ্ত ছোঁয়া,
হঠাৎ নীশি ভেঙ্গে স্বপ্নে জাগা,
কল্পনা তাড়িত জীবন যাত্রা
তোমাকে ফিরে পাওয়ার তীব্রতায় ছুঁয়ে যাওয়া হৃদয়।
প্রীতি' তুমি কোথায় ভেঙ্গে যাওয়া ভালবাসা কাঁদে হৃদয়।
No comments:
Post a Comment