Saturday, February 2, 2013

হার্ভার্ডে প্রতারণার দায়ে অর্ধশতাধিক শিক্ষার্থী বহিষ্কার |


সমাপনী পরীক্ষায় অসদুপায়ের অভিযোগে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থীর ওপর বিভাগীয় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ শনিবার বিবিসি অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের কলা ও বিজ্ঞান অনুষদের ডিন সংশ্লিষ্ট শিক্ষার্থীদের উদ্দেশে পাঠানো এক ই-মেইলে এ নিষেধাজ্ঞার কথা জানিয়েছেন। 
বিবিসির খবরে বলা হয়েছে, তদন্তের আওতায় আসা ১২৫ জন শিক্ষার্থীর মধ্যে অর্ধেকের বেশি শিক্ষার্থীকে একটি নির্দিষ্ট সময়ের জন্য বিশ্ববিদ্যালয় ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া বাকিদের নজরদারিতে রাখা হচ্ছে। 
স্নাতক পর্যায়ের রাজনীতিবিষয়ক কোর্সে পরীক্ষার উত্তরপত্রে একাধিক শিক্ষার্থীর হুবহু উত্তর খুঁজে পাওয়ার পর এ বিষয়ে অনুসন্ধান শুরু হয়।
হার্ভার্ড থেকে প্রকাশিত ‘হার্ভার্ড ক্রিমসন’ পত্রিকার খবরে বলা হয়েছে, ওই কোর্সে অংশ নেওয়া ২৭৯ জন শিক্ষার্থীর মধ্যে প্রায় অর্ধেককে এ তদন্তের আওতায় আনা হয়। 
হার্ভার্ড পরিচালনা কমিটির সদস্যদের কাছে পাঠানো এক ই-মেইল বার্তায় কলা ও বিজ্ঞান অনুষদের ডিন মাইকেল স্মিথ জানিয়েছেন, প্রতারণার বিষয়টির সমাধান করা হয়েছে। ওই প্রতারণার বিষয়ে অর্ধেকের বেশি অভিযোগ তুলে নেওয়ার অনুরোধ এসেছে। বাকি অভিযোগগুলোর মধ্যে অর্ধেক শিক্ষার্থীর বিরুদ্ধে সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং বাকিদের অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
Durontopona

No comments:

Post a Comment