Friday, February 15, 2013

অচল হবে না কম্পিউটার?


যুক্তরাজ্যের গবেষকেরা এমন একটি কম্পিউটার তৈরির দাবি করেছেন, যেটি আকস্মিক অচল (ক্র্যাশ) হয়ে পড়ার আশঙ্কা নেই। নতুন এ কম্পিউটার সম্পর্কে সিঙ্গাপুরে আগামী এপ্রিলে অনুষ্ঠিতব্য এক সম্মেলনে বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করা হবে। তথ্যপ্রযুক্তির জগতে এ কম্পিউটার যুগান্তকারী পরিবর্তন আনবে বলে ধারণা করা হচ্ছে। 
যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডনের (ইউসিএল) গবেষকেরা জানান, সম্ভাব্য বিপর্যয় রোধে প্রকৃতি যেমন প্রয়োজনীয় পরিবর্তন করে নেয়, নতুন কম্পিউটারটিও অভ্যন্তরীণ বিভিন্ন প্রোগ্রাম একইভাবে বদলে নিতে পারবে। ইউসিএলে ইতিমধ্যে এ রকম একটি কম্পিউটারের ব্যবহার শুরু হয়েছে। এটি কোনো প্রকার ক্র্যাশ ছাড়াই জটিল কাজকর্ম সফলভাবে সম্পন্ন করছে। 
ইউসিএলের গবেষক পিটার বেন্টলি বলেন, সাধারণ কম্পিউটার ধাপে ধাপে বিভিন্ন কাজ সম্পন্ন করে। আর নতুন কম্পিউটারটি প্রয়োজনীয়তা যাচাই করে গুরুত্বপূর্ণ কাজটি আগে করবে এবং এ প্রক্রিয়ায় ভুল হলে তা স্বয়ংক্রিয়ভাবে সংশোধন করতে পারবে। নিউসায়েন্টিস্ট।

No comments:

Post a Comment