Monday, February 11, 2013

যুদ্ধাপরাধের চেয়ে বড় পাপ নেই: শোলাকিয়ার ইমাম |


দেশের বৃহত্তম ঈদগাহ ময়দান কিশোরগঞ্জের শোলাকিয়ার ইমাম আল্লামা ফরিদউদ্দিন মাসউদের নেতৃত্বে শতাধিক মাওলানার একটি দল শাহবাগের আন্দোলন চত্বরে গিয়ে সংহতি জানিয়েছেন। তিনি বলেছেন, ‘যুদ্ধাপরাধের চেয়ে বড় পাপ আর নেই।’ 
আজ সোমবার বেলা পৌনে দুইটার দিকে শাহবাগের প্রজন্ম চত্বরে যান বাংলাদেশ ওলামা মাশায়েখ পরিষদের সভাপতি ও শোলাকিয়ার ইমাম মাওলানা মাসউদ। আন্দোলনে সংহতি প্রকাশ করে তিনি বলেন, দেশের ইমামসমাজের প্রতিনিধি হিসেবে তিনি এখানে সংহতি প্রকাশ করতে এসেছেন। তিনি বলেন, ‘সাত দিন ধরে এখানে যারা আন্দোলন করছে, তাদের সঙ্গে দেশবাসীর দোয়া রয়েছে।’
সংহতি প্রকাশ করে উপস্থিত আন্দোলনকারীদের নিয়ে মোনাজাতও করেন তিনি। এ সময় পরম করুণাময় আল্লাহর কাছে প্রার্থনা করে ফরিদউদ্দিন মাসউদ বলেন, ‘হে আল্লাহ, তুমি জালিমদের সঙ্গে থেকো না। যারা দেশের সঙ্গে বেইমানি করেছে, দেশের মানুষকে হত্যা করেছে, মা-
বোনদের ইজ্জত নিয়েছে, তাদের সঙ্গে তুমি থেকো না, খোদা’। মোনাজাতে তিনি আরও বলেন, ‘যারা দেশের সঙ্গে, দেশের মানুষের সঙ্গে বেইমানি করেছে, আল্লাহ, তুমি তাদের শায়েস্তা করো।’
শাহবাগের এই আন্দোলনে সংহতি প্রকাশ করার বিষয়ে আলাপকালে ফরিদউদ্দিন মাসউদ প্রথম আলো ডটকমকে বলেন, ‘বাংলাদেশের পরিপ্রেক্ষিতে যুদ্ধাপরাধের চেয়ে বড় পাপ আর কিছুই নেই। জামায়াতে ইসলামী ও এর নেতারা মহাপাপী। সুতরাং পাপীদের শাস্তি হওয়া ও চাওয়া দরকার। এই তাগিদেই আমি শাহবাগে উপস্থিত হই। বাংলাদেশের ওলামাদের দায়মুক্ত করতে হাজির হই শাহবাগে।’
ফরিদউদ্দিন মাসউদ বলেন, ‘আমাদের তরুণেরা অন্যায়কে ঘৃণা করতে শিখেছে। এই শিক্ষা যেন তারা সারা জীবন ধরে রাখে। সমাজকে শুদ্ধ করার, পাপ ও দায়মুক্ত করার যে উদ্যোগ তারা নিয়েছে, এ ক্ষেত্রে তারা যেন অবিচল থাকে। কোনো লোভ, ভয়, ষড়যন্ত্র যেন তাদের কক্ষচ্যুত করতে না পারে। গণমানুষ যখন কোনো বিষয়ে একটা মাত্রায় পৌঁছায়, তখন কোনো ষড়যন্ত্রই তাতে বাধা দিতে পারে না। এই বিচারে দেশীয় ও আন্তর্জাতিক যতই ষড়যন্ত্র হোক না কেন, তা উড়ে যাবে খড়কুটোর মতো। সেই আশ্বাস দিতেই আমি শাহবাগে গিয়েছিলাম।’

No comments:

Post a Comment