ইন্টারনেটে ক্লিক করলেই অর্থ আয় করা যায় এমন ধারণা অনেকেরই থাকতে পারে। কিন্তু বাংলাদেশের সফল ফ্রিল্যান্সার আলী আজগরের মতে, ফ্রিল্যান্সিং এতটা সহজ নয়, ক্লিক করলেই টাকা আসবে এমন বিষয়ও নয়। ফ্রিল্যান্সিং করতে প্রয়োজন দক্ষতা আর ধৈর্য।
চার বছর আগে আলী আজগর টুকটাক করে শুরু করেছিলেন ফ্রিল্যান্সিংয়ের কাজ। শুরুর দিকে সফল না হলেও একক প্রচেষ্টায় কাজ চালিয়ে গেছেন তিনি। সম্প্রতি ফ্রিল্যান্সার ডটকমে দুই হাজার ৬০০ প্রকল্প বা কাজ শেষ করেছেন তিনি।
ফ্রিল্যান্সার সম্পর্কে আলী আজগর জানিয়েছেন, বাংলাদেশের অনেকেই এখন ফ্রিল্যান্সার ডটকম সাইটে কাজ করছেন আর প্রত্যাশার মতো আয় করতে পারছেন। কাজ জানেন বা কাজে দক্ষতা আছে এমন যে কেউ এ সাইটে কাজ করতে পারেন। তবে এক্ষেত্রে সাবধানী হতে হবে। বায়ার বা কাজদাতাকে জানতে হবে, সতর্ক হতে হবে যোগাযোগ ও আর্থিক লেনদেনের ক্ষেত্রে।
আলী আজগর জানিয়েছেন, তাঁর কাজ মূলত সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলোতে কোনো বায়ারের জন্য প্রচারণা চালানো। এক্ষেত্রে তিনি সফল। ফ্রিল্যান্সার ডটকমে যত ব্যবহারকারী আছেন তাঁর মধ্যে বর্তমানে তিনি ১২ নম্বরে আছেন। তবে একসময় তিনি শীর্ষে ছিলেন। এছাড়াও সামাজিক যোগাযোগের ক্ষেত্র হিসেবে ফেসবুক, টুইটার, টামবির, ইউটিউবের কাজের ক্ষেত্রে তিনি বাংলাদেশ থেকে শীর্ষে রয়েছেন। ফ্রিল্যান্সার ডটকম সাইটের ৫টি ক্যাটাগরি যথাক্রমে-কোয়ালিটি অব ওয়ার্ক, কমিউনিকেশন, দক্ষতা, কাজের আহ্বান, পেশাগত দক্ষতার ওপর তাঁর সফলতা শত ভাগ। এবার নিজে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখছেন তিনি।
অনলাইন মার্কেটপ্লেস ফ্রিল্যান্সার ডটকমে কাজ করে সফল হওয়া আলী আজগর নতুন ফ্রিল্যান্সারদের ফ্রিল্যান্সার ডটকমে কাজ করতে উত্সাহ দিচ্ছেন। তাঁর পরামর্শ হচ্ছে প্রোগ্রামিং, অ্যাপ্লিকেশন তৈরিসহ প্রযুক্তিনির্ভর কাজগুলো করার জন্য আমাদের দেশের ফ্রিল্যান্সাররা অনেক ভালো করতে পারবেন। এছাড়াও ফ্রিল্যান্সার ডটকমের বিভিন্ন ক্যাটাগরি বা শ্রেণীর কাজগুলো দেখে নিজের দক্ষতা বাড়ানো যায়। এরপর শুরু করা যায় কাজ।
চার বছর আগে আলী আজগর টুকটাক করে শুরু করেছিলেন ফ্রিল্যান্সিংয়ের কাজ। শুরুর দিকে সফল না হলেও একক প্রচেষ্টায় কাজ চালিয়ে গেছেন তিনি। সম্প্রতি ফ্রিল্যান্সার ডটকমে দুই হাজার ৬০০ প্রকল্প বা কাজ শেষ করেছেন তিনি।
ফ্রিল্যান্সার সম্পর্কে আলী আজগর জানিয়েছেন, বাংলাদেশের অনেকেই এখন ফ্রিল্যান্সার ডটকম সাইটে কাজ করছেন আর প্রত্যাশার মতো আয় করতে পারছেন। কাজ জানেন বা কাজে দক্ষতা আছে এমন যে কেউ এ সাইটে কাজ করতে পারেন। তবে এক্ষেত্রে সাবধানী হতে হবে। বায়ার বা কাজদাতাকে জানতে হবে, সতর্ক হতে হবে যোগাযোগ ও আর্থিক লেনদেনের ক্ষেত্রে।
আলী আজগর জানিয়েছেন, তাঁর কাজ মূলত সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলোতে কোনো বায়ারের জন্য প্রচারণা চালানো। এক্ষেত্রে তিনি সফল। ফ্রিল্যান্সার ডটকমে যত ব্যবহারকারী আছেন তাঁর মধ্যে বর্তমানে তিনি ১২ নম্বরে আছেন। তবে একসময় তিনি শীর্ষে ছিলেন। এছাড়াও সামাজিক যোগাযোগের ক্ষেত্র হিসেবে ফেসবুক, টুইটার, টামবির, ইউটিউবের কাজের ক্ষেত্রে তিনি বাংলাদেশ থেকে শীর্ষে রয়েছেন। ফ্রিল্যান্সার ডটকম সাইটের ৫টি ক্যাটাগরি যথাক্রমে-কোয়ালিটি অব ওয়ার্ক, কমিউনিকেশন, দক্ষতা, কাজের আহ্বান, পেশাগত দক্ষতার ওপর তাঁর সফলতা শত ভাগ। এবার নিজে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখছেন তিনি।
অনলাইন মার্কেটপ্লেস ফ্রিল্যান্সার ডটকমে কাজ করে সফল হওয়া আলী আজগর নতুন ফ্রিল্যান্সারদের ফ্রিল্যান্সার ডটকমে কাজ করতে উত্সাহ দিচ্ছেন। তাঁর পরামর্শ হচ্ছে প্রোগ্রামিং, অ্যাপ্লিকেশন তৈরিসহ প্রযুক্তিনির্ভর কাজগুলো করার জন্য আমাদের দেশের ফ্রিল্যান্সাররা অনেক ভালো করতে পারবেন। এছাড়াও ফ্রিল্যান্সার ডটকমের বিভিন্ন ক্যাটাগরি বা শ্রেণীর কাজগুলো দেখে নিজের দক্ষতা বাড়ানো যায়। এরপর শুরু করা যায় কাজ।
নতুনদের জন্য আলী আজগরের পরামর্শ:
১. থাকতে হবে কাজের দক্ষতা, উদ্যোগ, ধৈর্য, অনলাইন উপস্থিতি, পেশাদারিত্ব, মনোযোগ।
২. ইংরেজিতে যোগাযোগ দক্ষতা থাকতে হবে, কাজের বর্ণনা বুঝতে হবে, সামাজিক যোগাযোগে দক্ষতা থাকতে হবে।
৩. দ্রুত গতির ইন্টারনেট সংযোগ, ভালো মানের কম্পিউটার থাকতে হবে। কাজের পরিবেশ থাকতে হবে।
৪. কাজের মনস্থির করে প্রথমেই ব্রাউজার থেকে যেতে হবে ফ্রিল্যান্সার ডটকমে। প্রথম কাজ হবে নিজের অ্যাকাউন্ট খোলা। এখানে ফেসবুক থেকেও অ্যাকাউন্ট খোলার ব্যবস্থা রয়েছে। তবে ফেসবুক থেকে না খোলাই ভাল। শক্ত পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটি ভালোভাবে তৈরি করতে হবে।
৫. নিজের প্রোফাইলটিকে সুন্দর করে সাজানো দরকার সবার আগে। প্রোফাইলে নিজের কাজের দক্ষতা উল্লেখ করে দিতে হবে যাতে প্রথম দিকে বায়ারের চোখে পড়ে। প্রথমে কাজ পেতে সমস্যা হতে পারে। তবে ধৈর্য থাকলে কাজ পাওয়া সহজ।
৬. প্রোফাইল তৈরির পর টাকা আয়ের জন্য তাড়াতাড়ি করলে কোনো লাভ হবে না । সাইটটিকে খুব ভালোভাবে জানা দরকার । সাইটটির প্রতিটি বিষয় খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে হবে। বিশেষ করে ফ্রিকোয়েন্ট আস্ক কোশ্চেন অংশটি। এ সাইটে কী কী কাজ রয়েছে, কীভাবে কাজ করা যায় সব কিছু একটু ঘাঁটাঘাঁটি করলেই জানা যায়।
৭. সবকিছু জানাশোনা হয়ে গেলে চাইলে ফ্রিল্যান্সার ডটকমে বিনামূল্যের পরীক্ষায় অংশ নিয়ে নিজের জানাশোনাটাকে ঝালাই করিয়ে নেয়া যায়। তবে কাজের দক্ষতা থাকলে পরীক্ষার ফল বিশেষ কিছু প্রভাব ফেলে না। তবে পরীক্ষা দিয়েই কাজে নামা উচিত।
৮. অর্থ লেনদেন, অর্থ না পেলে কি করতে হবে, কীভাবে যোগাযোগ করতে হবে জানা হয়ে গেলে আপনার পছন্দের কাজে জন্য বিড করতে পারেন। নতুন দেখে কম অর্থের প্রস্তাবনা দিয়ে বিড করা উচিত নয়। যে বায়ারের জন্য বিড করা হচ্ছে তার প্রোফাইল, তার আগের কাজ, রিভিউ সব পরীক্ষা করে নেওয়া উচিত। কাজ না দেওয়া পর্যন্ত স্কাইপ বা অন্য কোনো মাধ্যমে যোগাযোগ না করাই ভালো।
৯. ধৈর্য ধরে বিড করতে থাকলে একসময় পছন্দ অনুযায়ী কাজ পেয়ে যাবেন। কাজটি ঠিকভাবে করে, বায়ারের বেঁধে দেওয়া সময়ে তা পৌঁছে দিতে হবে।
১০. অর্থের বিষয়টি কাজ শুরুর আগেই চুক্তি করে নিতে হবে। এতে ঝুঁকি কম থাকে।
অর্থ আনা সহজ
আলী আজগর জানান, ফ্রিল্যান্সার ডটকমে কাজ করে কীভাবে অর্থ আনা যাবে তা নিয়ে অনেকেই চিন্তা করেন। আবার অনেকেই ভাবেন কাজ করে টাকা পাওয়া যাবে তো? কাজ ঠিকঠাক মতো করলে আর সাইটটি ভালো করে বুঝলে অর্থ লেনদেনের বিষয়টিও সহজ। এক্ষেত্রে বায়ার অর্থ পরিশোধ করলে ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট থেকে মানিবুকার্স বা ওয়্যার ট্রান্সফারের মাধ্যমে অর্থ আনা যাবে। একবার বিষয়টি বুঝে গেলে সামলে নেয়া সহজ।সচেতনতা
আলী আজগরের ভাষ্য, ফ্রিল্যান্সার ডটকমে কাজের দক্ষতা থাকলে কাজ পাওয়া খুব কঠিন নয়। আমাদের দেশের অনেকেই এক্ষেত্রে কাজ করছে। তবে কাজ জানা না থাকলে অতি উত্সাহী হওয়া ঠিক নয়। এতে বায়ারের মনে বাংলাদেশি ফ্রিল্যান্সারদের সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হতে পারে। কাজ পাওয়ার পর বায়ারের ইতিবাচক কয়েকটি রিভিউর পর আর কোনো ফ্রিল্যান্সারকে কাজের জন্য চিন্তা করতে হয় না। বায়ারের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে ওঠার পর বায়ার খুশি হয়ে বোনাস পর্যন্ত দিতে পারে।ফ্রিল্যান্সারে আরও অংশগ্রহণ জরুরি
২০১২ সালে ফ্রিল্যান্সার সাইট থেকে বাংলাদেশি ফ্রিল্যান্সাররা অনেক আয় করেছেন। তবে এ সাইটে বাংলাদেশের নারী ফ্রিল্যান্সারদের সংখ্যা কম। ফ্রিল্যান্সার হিসেবে মেয়েরাও এগিয়ে আসতে পারে বলেই মনে করছেন আলী আজগর।ফ্রিল্যান্সারদের প্রয়োজনে সব ধরনের সাহায্য করার কথাও জানিয়েছেন সামাজিক যোগাযোগে দক্ষ বাংলাদেশের কৃতি এ ফ্রিল্যান্সার।
No comments:
Post a Comment