মোমবাতি জ্বালিয়ে কাদের মোল্লার ফাঁসির দাবিতে কর্মসূচি পালন করা হচ্ছে। ছবিটি চট্টগ্রাম শহীদ মিনারের সামনে থেকে তোলা।
ছবি: রাশেদ মাহমুদ
গতকাল মঙ্গলবার বিকেল থেকে যুদ্ধাপরাধী কাদের মোল্লার ফাঁসির দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে প্রতিবাদ কর্মসূচি শুরু হয়। সারা রাত গান, স্লোগান ও বক্তৃতার মধ্য দিয়ে চলে ক্ষোভ আর প্রতিবাদ।
আজ বুধবার সকাল থেকে সেখানে লোকসমাগম বাড়তে থাকে। বিভিন্ন শ্রেণী-পেশা ও শিক্ষার্থীরা এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন। চলছে প্রতিবাদী গান আর স্লোগানে স্লোগানে একাত্তরের মানবতাবিরোধীদের প্রতি ঘৃণা প্রকাশ করে তাঁদের ফাঁসির দাবি উঠেছে সমবেত জনতার কণ্ঠে।
শাহবাগের এই আন্দোলন এখন ছড়িয়ে পড়ছে। দেশের বিভিন্ন স্থানে কাদের মোল্লার ফাঁসির দাবিতে নানা কর্মসূচি পালন করা হয়েছে।
আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর।
চট্টগ্রাম: জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসির দাবিতে এবার রাজধানী ঢাকার পর বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে চট্টগ্রাম। আজ বিকেল সাড়ে তিনটায় চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে পেশাজীবী, সাংস্কৃতিককর্মী ও তরুণ প্রজন্ম প্রতিবাদী অবস্থান কর্মসূচি শুরু করেছেন।
দুপুরে প্রবর্তক মোড়ে চট্টগ্রাম মেডিকেল কলেজের শিক্ষার্থীরা প্রতিবাদ অবস্থান কর্মসূচি পালন করেন। সেখানে রাজাকারদের কুশপুত্তলিকা দাহ করা হয়। বিক্ষোভও করেন শিক্ষার্থীরা।
সকালে ইস্পাহানি মোড়ে স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ হয়। এ সময় সেখানে রাজাকারদের কুশপুত্তলিকা দাহ করা হয়। সন্ধ্যায় শহীদ মিনার থেকে কয়েকটি সংগঠনের যৌথ উদ্যোগে মশাল মিছিল বের হয়।
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শহীদ মিনারে প্রতীকী ফাঁসির কর্মসূচি পালন করেন। এ সময় শিক্ষার্থীরা একে একে ‘যদি কাদের মোল্লার ফাঁসি না-ই হয়, তবে আসুন ফাঁসির দড়ি আমরা নিজেদের গলায় জড়াই’ স্লোগান লেখা কাঠগড়ায় দাঁড়িয়ে এই কর্মসূচিতে একাত্মতা জানান।
সিলেট: আজ বিকেল সাড়ে চারটার দিকে স্থানীয় সংস্কৃতি কর্মীরা শহীদ মিনারের সামনে জিন্দাবাজার-চৌহাট্টা সড়কে বসে অবস্থান কর্মসূচি শুরু করেন। এর কিছুক্ষণ পর জনপ্রিয় লেখক শিক্ষাবিদ অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল কর্মসূচিতে একাত্ম হন। মুহম্মদ জাফর ইকবাল রাস্তায় বসে আছেন—এই কথা ছড়িয়ে পড়ার পর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ প্রগতিশীল ছাত্রসংগঠনের নেতা, সংস্কৃতিকর্মীরাও সেখানে জড়ো হন। সংস্কৃতিকর্মীরা দেশাত্ববোধক ও গণজাগরনের গান পরিবেশন করেন। শিক্ষার্থীরা হাতে লেখা নানা পোস্টার ও রাজাকারবিরোধী কার্টুন প্রদর্শন করে।
কর্মসূচিতে মুহম্মদ জাফর ইকবালের সহধর্মিনী অধ্যাপক ইয়াসমীন হক, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য মুক্তিযোদ্ধা সুশান্ত কুমার দাশ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোস্তাবুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা রয়েছেন।
রাজশাহী: কাদের মোল্লার যাবজ্জীবন সাজা প্রত্যাহার করে ফাঁসির দাবিতে রাজশাহী নগরে মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। সম্মিলিত সাংস্কৃতিক জোটের ব্যানারে আজ বিকেল ৫টার দিকে নগরের সাহেববাজার জিরোপয়েন্টে এ কর্মসূচি পালন করা হয়।
রাজশাহী সাংস্কৃতিক জোটের সভাপতি ও ভাষাসৈনিক আবুল হোসেনের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন জোটের সাধারণ সম্পাদক সৈয়দ সাফিকুল আলম, সহসভাপতি প্রশান্ত সাহা, আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ শফিকুর রহমান, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি হাসান মিল্লাত প্রমুখ।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে অসন্তোষ প্রকাশ করে ফাঁসির রায় আদায়ে আপিল করার জন্য সরকার ও প্রশাসনের প্রতি জোর দাবি জানান বক্তারা। পরে একটি বিক্ষোভ মিছিল নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলুপট্টি মোড়ে এসে শেষ হয়। সেখানে প্রতিবাদী সাংস্কৃতিক কর্মসূচি চলছে।
সুনামগঞ্জ: ‘কাদের মোল্লার ফাঁসির দাবি নিয়ে এসেছি’ শ্লোগানে আজ সুনামগঞ্জ শহরের শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি শুরু করেছেন বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ। কর্মসূচির আয়োজন করে ‘সচেতন সুনামগঞ্জবাসী’। কর্মসূচি শুরুর আধঘন্টার মধ্যেই মানুষে ভরে ওঠে শহীদ মিনার প্রাঙ্গণ।
আয়োজকেরা জানান, তরুণেরাই এই কর্মসূচির ডাক দিয়েছে। কর্মসূচি গভীর রাত পর্যন্ত চলবে। সন্ধ্যার পর শহীদ মিনার প্রাঙ্গণে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। একই দাবিতে শহরে মিছিল ও সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক লীগ।
রাজবাড়ী: কাদের মোল্লাসহ সব যুদ্ধাপরাধীরও ফাঁসির দাবিতে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করা হয়। প্রগতিশীল ছাত্র-জনতার উদ্যোগে আজ বিকেল চারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এসব কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা কাদের মোল্লাসহ মানবতাবিরোধী সব অপরাধীদের ফাঁসি না হওয়া পর্যন্ত ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে।
নোয়াখালী: কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ বাতিল করে ফাঁসির রায়ের দাবিতে নোয়াখালীতে পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। সকালে জেলার সুবর্ণচর উপজেলার হারিছ চৌধুরীর বাজারে সচেতন নাগরিক সমাজের ব্যানারে এবং দুপুরে জেলা শহর মাইজদীতে শহর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
সকালে স্থানীয় কয়েক শ নাগরিক বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এরপর শহরের জিরো পয়েন্টে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
অন্যদিকে, বেলা সাড়ে এগারটার দিকে জেলা শহরে বিক্ষোভ মিছিল করে শহর আওয়ামী লীগ। মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে দলটি। উভয় সমাবেশে বক্তারা বলেন, মিরপুরের কসাইখ্যাত আবদুল কাদের মোল্লার সব অপরাধের সর্বোচ্চ শাস্তি ফাঁসি না হওয়া পর্যন্ত এদেশের মানুষ সন্তুষ্ট হবে না। তাঁরা আন্দোলনের মাধ্যমে প্রতিবাদ অব্যাহত রাখবে।
নরসিংদী: আবদুল কাদের মোল্লার কাদের মোল্লার ফাঁসির দাবিতে মানববন্ধন ও প্রদীপ প্রজ্বলন করেছে সর্বস্তরের জনগণ। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শহরের উপজেলা মোড় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচিতে আইনজীবী, সাংবাদিক, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন স্তরের পেশাজীবীরা অংশ নেয়। মানববন্ধনে স্বাধীনতার স্বপক্ষে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
আজ বুধবার সকাল থেকে সেখানে লোকসমাগম বাড়তে থাকে। বিভিন্ন শ্রেণী-পেশা ও শিক্ষার্থীরা এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন। চলছে প্রতিবাদী গান আর স্লোগানে স্লোগানে একাত্তরের মানবতাবিরোধীদের প্রতি ঘৃণা প্রকাশ করে তাঁদের ফাঁসির দাবি উঠেছে সমবেত জনতার কণ্ঠে।
শাহবাগের এই আন্দোলন এখন ছড়িয়ে পড়ছে। দেশের বিভিন্ন স্থানে কাদের মোল্লার ফাঁসির দাবিতে নানা কর্মসূচি পালন করা হয়েছে।
আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর।
চট্টগ্রাম: জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসির দাবিতে এবার রাজধানী ঢাকার পর বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে চট্টগ্রাম। আজ বিকেল সাড়ে তিনটায় চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে পেশাজীবী, সাংস্কৃতিককর্মী ও তরুণ প্রজন্ম প্রতিবাদী অবস্থান কর্মসূচি শুরু করেছেন।
দুপুরে প্রবর্তক মোড়ে চট্টগ্রাম মেডিকেল কলেজের শিক্ষার্থীরা প্রতিবাদ অবস্থান কর্মসূচি পালন করেন। সেখানে রাজাকারদের কুশপুত্তলিকা দাহ করা হয়। বিক্ষোভও করেন শিক্ষার্থীরা।
সকালে ইস্পাহানি মোড়ে স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ হয়। এ সময় সেখানে রাজাকারদের কুশপুত্তলিকা দাহ করা হয়। সন্ধ্যায় শহীদ মিনার থেকে কয়েকটি সংগঠনের যৌথ উদ্যোগে মশাল মিছিল বের হয়।
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শহীদ মিনারে প্রতীকী ফাঁসির কর্মসূচি পালন করেন। এ সময় শিক্ষার্থীরা একে একে ‘যদি কাদের মোল্লার ফাঁসি না-ই হয়, তবে আসুন ফাঁসির দড়ি আমরা নিজেদের গলায় জড়াই’ স্লোগান লেখা কাঠগড়ায় দাঁড়িয়ে এই কর্মসূচিতে একাত্মতা জানান।
সিলেট: আজ বিকেল সাড়ে চারটার দিকে স্থানীয় সংস্কৃতি কর্মীরা শহীদ মিনারের সামনে জিন্দাবাজার-চৌহাট্টা সড়কে বসে অবস্থান কর্মসূচি শুরু করেন। এর কিছুক্ষণ পর জনপ্রিয় লেখক শিক্ষাবিদ অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল কর্মসূচিতে একাত্ম হন। মুহম্মদ জাফর ইকবাল রাস্তায় বসে আছেন—এই কথা ছড়িয়ে পড়ার পর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ প্রগতিশীল ছাত্রসংগঠনের নেতা, সংস্কৃতিকর্মীরাও সেখানে জড়ো হন। সংস্কৃতিকর্মীরা দেশাত্ববোধক ও গণজাগরনের গান পরিবেশন করেন। শিক্ষার্থীরা হাতে লেখা নানা পোস্টার ও রাজাকারবিরোধী কার্টুন প্রদর্শন করে।
কর্মসূচিতে মুহম্মদ জাফর ইকবালের সহধর্মিনী অধ্যাপক ইয়াসমীন হক, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য মুক্তিযোদ্ধা সুশান্ত কুমার দাশ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোস্তাবুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা রয়েছেন।
রাজশাহী: কাদের মোল্লার যাবজ্জীবন সাজা প্রত্যাহার করে ফাঁসির দাবিতে রাজশাহী নগরে মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। সম্মিলিত সাংস্কৃতিক জোটের ব্যানারে আজ বিকেল ৫টার দিকে নগরের সাহেববাজার জিরোপয়েন্টে এ কর্মসূচি পালন করা হয়।
রাজশাহী সাংস্কৃতিক জোটের সভাপতি ও ভাষাসৈনিক আবুল হোসেনের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন জোটের সাধারণ সম্পাদক সৈয়দ সাফিকুল আলম, সহসভাপতি প্রশান্ত সাহা, আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ শফিকুর রহমান, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি হাসান মিল্লাত প্রমুখ।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে অসন্তোষ প্রকাশ করে ফাঁসির রায় আদায়ে আপিল করার জন্য সরকার ও প্রশাসনের প্রতি জোর দাবি জানান বক্তারা। পরে একটি বিক্ষোভ মিছিল নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলুপট্টি মোড়ে এসে শেষ হয়। সেখানে প্রতিবাদী সাংস্কৃতিক কর্মসূচি চলছে।
সুনামগঞ্জ: ‘কাদের মোল্লার ফাঁসির দাবি নিয়ে এসেছি’ শ্লোগানে আজ সুনামগঞ্জ শহরের শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি শুরু করেছেন বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ। কর্মসূচির আয়োজন করে ‘সচেতন সুনামগঞ্জবাসী’। কর্মসূচি শুরুর আধঘন্টার মধ্যেই মানুষে ভরে ওঠে শহীদ মিনার প্রাঙ্গণ।
আয়োজকেরা জানান, তরুণেরাই এই কর্মসূচির ডাক দিয়েছে। কর্মসূচি গভীর রাত পর্যন্ত চলবে। সন্ধ্যার পর শহীদ মিনার প্রাঙ্গণে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। একই দাবিতে শহরে মিছিল ও সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক লীগ।
রাজবাড়ী: কাদের মোল্লাসহ সব যুদ্ধাপরাধীরও ফাঁসির দাবিতে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করা হয়। প্রগতিশীল ছাত্র-জনতার উদ্যোগে আজ বিকেল চারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এসব কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা কাদের মোল্লাসহ মানবতাবিরোধী সব অপরাধীদের ফাঁসি না হওয়া পর্যন্ত ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে।
নোয়াখালী: কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ বাতিল করে ফাঁসির রায়ের দাবিতে নোয়াখালীতে পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। সকালে জেলার সুবর্ণচর উপজেলার হারিছ চৌধুরীর বাজারে সচেতন নাগরিক সমাজের ব্যানারে এবং দুপুরে জেলা শহর মাইজদীতে শহর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
সকালে স্থানীয় কয়েক শ নাগরিক বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এরপর শহরের জিরো পয়েন্টে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
অন্যদিকে, বেলা সাড়ে এগারটার দিকে জেলা শহরে বিক্ষোভ মিছিল করে শহর আওয়ামী লীগ। মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে দলটি। উভয় সমাবেশে বক্তারা বলেন, মিরপুরের কসাইখ্যাত আবদুল কাদের মোল্লার সব অপরাধের সর্বোচ্চ শাস্তি ফাঁসি না হওয়া পর্যন্ত এদেশের মানুষ সন্তুষ্ট হবে না। তাঁরা আন্দোলনের মাধ্যমে প্রতিবাদ অব্যাহত রাখবে।
নরসিংদী: আবদুল কাদের মোল্লার কাদের মোল্লার ফাঁসির দাবিতে মানববন্ধন ও প্রদীপ প্রজ্বলন করেছে সর্বস্তরের জনগণ। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শহরের উপজেলা মোড় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচিতে আইনজীবী, সাংবাদিক, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন স্তরের পেশাজীবীরা অংশ নেয়। মানববন্ধনে স্বাধীনতার স্বপক্ষে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
No comments:
Post a Comment