একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগের প্রজন্ম চত্বরে চলা আন্দোলনে আজ শুক্রবার বেলা ১১টার দিকে সপরিবারে উপস্থিত হন শহীদজায়া ও নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের মা আয়েশা ফয়েজ।
এ সময় আয়েশা ফয়েজ ও তাঁর পরিবারের সদস্যরা গণজাগরণ মঞ্চে বসে আন্দোলনকারীদের সঙ্গে স্লোগান দেন। নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ছোট ভাই ও জনপ্রিয় কার্টুনিস্ট আহসান হাবীব বলেন, ‘নতুন প্রজন্মের যারা বাহান্নর ভাষা-আন্দোলন বা একাত্তরের মুক্তিযুদ্ধ দেখেনি, তারা মুক্তিযুদ্ধের চেতনা কতটা উপলব্ধি করতে পারবে, তা নিয়ে একটু সংশয় ছিল। শাহবাগের প্রজন্ম চত্বরে এসে মনে হচ্ছে, তাদের মধ্যে সেই চেতনা পুরোপুরিই আছে।’
১৯৭১ সালে পিরোজপুরে এসডিপিও হিসেবে কর্মরত থাকার সময় হুমায়ূন আহমেদের বাবা ফয়জুর রহমান আহমেদকে পাকিস্তানি বাহিনী ধরে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করে।
এ সময় আয়েশা ফয়েজ ও তাঁর পরিবারের সদস্যরা গণজাগরণ মঞ্চে বসে আন্দোলনকারীদের সঙ্গে স্লোগান দেন। নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ছোট ভাই ও জনপ্রিয় কার্টুনিস্ট আহসান হাবীব বলেন, ‘নতুন প্রজন্মের যারা বাহান্নর ভাষা-আন্দোলন বা একাত্তরের মুক্তিযুদ্ধ দেখেনি, তারা মুক্তিযুদ্ধের চেতনা কতটা উপলব্ধি করতে পারবে, তা নিয়ে একটু সংশয় ছিল। শাহবাগের প্রজন্ম চত্বরে এসে মনে হচ্ছে, তাদের মধ্যে সেই চেতনা পুরোপুরিই আছে।’
১৯৭১ সালে পিরোজপুরে এসডিপিও হিসেবে কর্মরত থাকার সময় হুমায়ূন আহমেদের বাবা ফয়জুর রহমান আহমেদকে পাকিস্তানি বাহিনী ধরে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করে।
No comments:
Post a Comment