বেলজিয়ামের ডাক বিভাগ একটি নতুন ডাকটিকিট উদ্বোধন করেছে। এর পেছনের আঠায় রয়েছে চকলেটের স্বাদ। আজ বৃহস্পতিবার টাইমস অব ইন্ডিয়ার খবরে এ কথা জানানো হয়।
দেশটির ডাক বিভাগ বলেছে, ‘আমরা এই ডাকটিকিটের আঠায় চকলেটের স্বাদ দিয়েছি । জিভ দিয়ে আঠা ভেজানেরা সময় ব্যবহারকারী চকলেটের স্বাদ পাবেন।
কর্তৃপক্ষ জানায়, নতুন এই ডাকটিকিটের নকশার অংশে চকলেটের ছবি বিভিন্নভাবে দেওয়া হয়েছে। এ ছাড়া থাকছে চকলেটের স্বাদ।
কর্তৃপক্ষ জানায়, স্বাদ ও গন্ধ জুড়ে দিয়ে এই ডাকটিকিট তৈরির কাজটা সহজ ছিল না। বেলজিয়াম, নেদারল্যান্ডস, জার্মানি ও সুইজারল্যান্ডের একটি দল মিলে কাজটা করেছে।
এর আগে সুগন্ধযুক্ত ডাকটিকিট চালু হলেও এবারই প্রথম এর সঙ্গে স্বাদ যুক্ত করা হয়েছে।
বিদেশি মেইল পাঠানোর কাজে আগামী ২৫ মার্চ থেকে পাঁচ ধরনের ডাকটিকিট বাজারে ছাড়বে বেলজিয়াম। প্রতিটি ডাকটিকিটের দাম পড়বে ছয় ইউরোর বেশি।
দেশটির ডাক বিভাগ বলেছে, ‘আমরা এই ডাকটিকিটের আঠায় চকলেটের স্বাদ দিয়েছি । জিভ দিয়ে আঠা ভেজানেরা সময় ব্যবহারকারী চকলেটের স্বাদ পাবেন।
কর্তৃপক্ষ জানায়, নতুন এই ডাকটিকিটের নকশার অংশে চকলেটের ছবি বিভিন্নভাবে দেওয়া হয়েছে। এ ছাড়া থাকছে চকলেটের স্বাদ।
কর্তৃপক্ষ জানায়, স্বাদ ও গন্ধ জুড়ে দিয়ে এই ডাকটিকিট তৈরির কাজটা সহজ ছিল না। বেলজিয়াম, নেদারল্যান্ডস, জার্মানি ও সুইজারল্যান্ডের একটি দল মিলে কাজটা করেছে।
এর আগে সুগন্ধযুক্ত ডাকটিকিট চালু হলেও এবারই প্রথম এর সঙ্গে স্বাদ যুক্ত করা হয়েছে।
বিদেশি মেইল পাঠানোর কাজে আগামী ২৫ মার্চ থেকে পাঁচ ধরনের ডাকটিকিট বাজারে ছাড়বে বেলজিয়াম। প্রতিটি ডাকটিকিটের দাম পড়বে ছয় ইউরোর বেশি।
No comments:
Post a Comment