Tuesday, February 5, 2013

কাল আবার জামায়াতের হরতাল |


মানবতাবিরোধী অপরাধের মামলায় আবদুল কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডাদেশের রায় প্রত্যাখ্যান করেছে জামায়াতে ইসলামী। এর প্রতিবাদে আগামীকাল বুধবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল দিয়েছে দলটি।
আজ মঙ্গলবার রায় হওয়ার পর আজ বেলা দুইটার দিকে এক বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এসব কথা বলেন।
বিবৃতিতে বলা হয়, ‘মানবতাবিরোধী অপরাধের বিচারের নামে আজ ট্রাইব্যুনালে আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে যে রায় ঘোষণা করা হয়েছে, তা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও সরকারের নির্দেশিত। সরকারের মন্ত্রী, এমপি ও দলীয় নেতারা দীর্ঘদিন ধরে বিভিন্ন সভা-সমাবেশে যে বক্তব্য ও বিবৃতি দিয়ে আসছেন, এ রায়ে তার প্রতিফলন ঘটেছে।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য বিচারের নামে আবদুল কাদের মোল্লাকে শাস্তি দেওয়ার যে ষড়যন্ত্র করা হয়েছিল, আজকের রায়ে তার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হলো মাত্র। আদালত কর্তৃক পঠিত সংক্ষিপ্ত রায়ে দেখা গেছে, সরকারের বক্তব্যের যোগসাজশেই এই রায় নির্ধারণ করা হয়েছে। তাতে জামায়াতে ইসলামী সম্পর্কে যে বক্তব্য দেওয়া হয়েছে, তা সম্পূর্ণ রাজনৈতিক। ব্যক্তির বিরুদ্ধে আনীত মিথ্যা অভিযোগের সঙ্গে জামায়াতকে জড়ানোর মাধ্যমে ঘাতক দালাল নির্মূল কমিটির বক্তব্যের প্রতিফলন ঘটেছে। দেশের জনগণ এই রায় ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছে।’

No comments:

Post a Comment