আগামীকাল সোমবার রাজশাহী ও রংপুর বিভাগে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরল ইসলাম আলমগীর, দলের স্বনির্ভর বিষয়ক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর মুক্তি, তাঁদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার, যুগ্মমহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ ও আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে অবরুদ্ধ রাখার প্রতিবাদে আজ দুপুরে সংবাদ সম্মেলন করে এ হরতাল আহ্বান করা হয়।
রাজশাহী মহানগর বিএনপি কার্যালয়ে আয়োজিত রাজশাহী ও রংপুর বিভাগীয় সমন্বয় কমিটির উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। বিএনপির যুগ্ম মহাসচিব ও মহানগর বিএনপির সভাপতি মিজানুর রহমান মিনু দলের পক্ষে হরতালের ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছলেন- বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হারুনুর রশীদ, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন, বিএনপির কেন্দ্রীয় সদস্য ও মহানগর যুবদলের আহবায়ক মোসাদ্দেক হোসেন বুলবুল, শামসুন নাহার কাজী হেনা প্রমুখ।
রাজশাহী মহানগর বিএনপি কার্যালয়ে আয়োজিত রাজশাহী ও রংপুর বিভাগীয় সমন্বয় কমিটির উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। বিএনপির যুগ্ম মহাসচিব ও মহানগর বিএনপির সভাপতি মিজানুর রহমান মিনু দলের পক্ষে হরতালের ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছলেন- বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হারুনুর রশীদ, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন, বিএনপির কেন্দ্রীয় সদস্য ও মহানগর যুবদলের আহবায়ক মোসাদ্দেক হোসেন বুলবুল, শামসুন নাহার কাজী হেনা প্রমুখ।
No comments:
Post a Comment