Friday, March 1, 2013

মঙ্গলবার হরতালের ডাক খালেদার

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ৫ মার্চ মঙ্গলবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছেন। আজ শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কর্মসূচি ঘোষণা করেন।
এর আগে জামায়াতে ইসলামী আগামী রোবববার ও সোমবার (৩ ও ৪ মার্চ) সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয়। আজ বিএনপি ৫ মার্চের হরতালের ডাক দিল। সবমিলে সারা দেশে টানা তিনদিন হরতাল চলবে। 
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির আদেশের পর সারা দেশে সহিংসতায় নিহতের ঘটনাকে গণহত্যা বলে দাবি করেছেন খালেদা জিয়া। এই গণহত্যার প্রতিবাদে ৫ মার্চ সারা দেশে হরতাল পালনের ডাক দেন তিনি।
এ ছাড়া আগামীকাল শনিবার বেলা তিনটায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে প্রতিবাদ মিছিল বের করার ঘোষণা দেন খালেদা জিয়া। একই সময় সারা দেশে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে প্রতিবাদ মিছিল বের হবে। ওই মিছিলে সবাইকে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি।
প্রসঙ্গত, আগামী ৩ ও ৪ মার্চ সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। - See more at: http://www.prothom-alo.com/detail/date/2013-03-01/news/333065#sthash.8HHOeA8C.dpuf

No comments:

Post a Comment