বিনোদ চৌধুরী
ছবি: সৌজন্যে ফোর্বস ম্যাগাজিন
বিখ্যাত ‘ফোর্বস’ সাময়িকীর বিশ্বের শীর্ষ ধনী তালিকায় প্রথমবারের মতো উঠে এসেছে নেপালের ধনকুবের বিনোদ চৌধুরীর (৫৭) নাম।
আজ শনিবার দ্য টাইমস অব ইন্ডিয়া অনলাইনের খবরে জানানো হয়, ভারতীয় বংশোদ্ভূত বিনোদ চৌধুরী নেপালের জনপ্রিয় ইনস্ট্যান্ট নুডলস ‘ওয়াই ওয়াই’ ব্র্যান্ডের মালিক। ‘ফোর্বস’ সাময়িকীর শীর্ষ ধনী তালিকায় তাঁর অবস্থান এক হাজার ৩৪২তম।
হিমালয়ের পাদদেশে অবস্থিত নেপালের অধিকাংশ মানুষই দরিদ্র। দেশটির মানুষের গড় আয় ৭৩৫ মার্কিন ডলার।
সাংবিধানিক ও রাজনৈতিক সংকটে থাকা দেশটির মানুষের জন্য বিনোদ চৌধুরীর এই অর্জনের খবর আনন্দের খোরাক জুগিয়েছে।
ভারতের বেশ কয়েকটি রাজ্যে ‘ওয়াই ওয়াই’ নুডলসের কারখানা রয়েছে। ভবিষ্যতে কেনিয়া, সৌদি আরব ও চীনে কারখানা স্থাপনের পরিকল্পনা করছেন বিনোদ।
‘ওয়াই ওয়াই’ নুডলস ছাড়াও নেপালে মারুতি সুজুকি গাড়ির পরিবেশক এই ধনকুবের। এ ছাড়া ভারতের বিখ্যাত তাজ হোটেলে তাঁর শেয়ার রয়েছে।
আজ শনিবার দ্য টাইমস অব ইন্ডিয়া অনলাইনের খবরে জানানো হয়, ভারতীয় বংশোদ্ভূত বিনোদ চৌধুরী নেপালের জনপ্রিয় ইনস্ট্যান্ট নুডলস ‘ওয়াই ওয়াই’ ব্র্যান্ডের মালিক। ‘ফোর্বস’ সাময়িকীর শীর্ষ ধনী তালিকায় তাঁর অবস্থান এক হাজার ৩৪২তম।
হিমালয়ের পাদদেশে অবস্থিত নেপালের অধিকাংশ মানুষই দরিদ্র। দেশটির মানুষের গড় আয় ৭৩৫ মার্কিন ডলার।
সাংবিধানিক ও রাজনৈতিক সংকটে থাকা দেশটির মানুষের জন্য বিনোদ চৌধুরীর এই অর্জনের খবর আনন্দের খোরাক জুগিয়েছে।
ভারতের বেশ কয়েকটি রাজ্যে ‘ওয়াই ওয়াই’ নুডলসের কারখানা রয়েছে। ভবিষ্যতে কেনিয়া, সৌদি আরব ও চীনে কারখানা স্থাপনের পরিকল্পনা করছেন বিনোদ।
‘ওয়াই ওয়াই’ নুডলস ছাড়াও নেপালে মারুতি সুজুকি গাড়ির পরিবেশক এই ধনকুবের। এ ছাড়া ভারতের বিখ্যাত তাজ হোটেলে তাঁর শেয়ার রয়েছে।
No comments:
Post a Comment