শিক্ষা বোর্ডের নীতিমালা ভেঙে নাটোরের বড়াইগ্রামের একটি এসএসসি পরীক্ষাকেন্দ্রের প্রধান নিজ প্রতিষ্ঠানে ছেলের পরীক্ষা নিচ্ছেন।
বড়াইগ্রামের বনপাড়া (ডি) মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াছেক আলী পদাধিকার বলে ওই স্কুলের পরীক্ষাকেন্দ্রের প্রধান। তাঁর ছেলে নওয়াজেস আলী (বিজ্ঞান বিভাগ, রোল নম্বর-১১১৩৪৬) বনপাড়ার সেন্ট যোসেফ উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী। ওই বিদ্যালয়ের পরীক্ষাকেন্দ্র হচ্ছে বনপাড়া (ডি) মডেল উচ্চবিদ্যালয়। শিক্ষা বোর্ডের পরীক্ষাসংক্রান্ত নীতিমালা অনুযায়ী শিক্ষক বা কর্মচারীর সন্তান/পোষ্য পরীক্ষার্থী হলে তিনি ওই কেন্দ্রের প্রধান হতে পারবেন না। কিন্তু বাবা কেন্দ্রপ্রধান হলেও ছেলে নওয়াজেস আলী সেখানে পরীক্ষা দিচ্ছেন।
নাম প্রকাশ না করার শর্তে ওই স্কুলের একজন শিক্ষক বলেন, এখানকার শিক্ষকেরাই নওয়াজেস আলীর ব্যবহারিক পরীক্ষার নম্বর দেবেন। তাই স্বজনপ্রীতির অভিযোগ উঠতে পারে।
এ ব্যাপারে কেন্দ্রপ্রধান ও প্রধান শিক্ষক ওয়াছেক আলী বলেন, ‘নীতিমালাটি আমার মনে ছিল না। তবে স্বজনপ্রীতির কোনো ঘটনা ঘটবে না।’ বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘পরীক্ষা শুরু হওয়ার আগে বিষয়টি কেউ আমাকে জানায়নি।’ ঘটনাটি তদন্ত করে দেখবেন বলে তিনি জানান।
বড়াইগ্রামের বনপাড়া (ডি) মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াছেক আলী পদাধিকার বলে ওই স্কুলের পরীক্ষাকেন্দ্রের প্রধান। তাঁর ছেলে নওয়াজেস আলী (বিজ্ঞান বিভাগ, রোল নম্বর-১১১৩৪৬) বনপাড়ার সেন্ট যোসেফ উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী। ওই বিদ্যালয়ের পরীক্ষাকেন্দ্র হচ্ছে বনপাড়া (ডি) মডেল উচ্চবিদ্যালয়। শিক্ষা বোর্ডের পরীক্ষাসংক্রান্ত নীতিমালা অনুযায়ী শিক্ষক বা কর্মচারীর সন্তান/পোষ্য পরীক্ষার্থী হলে তিনি ওই কেন্দ্রের প্রধান হতে পারবেন না। কিন্তু বাবা কেন্দ্রপ্রধান হলেও ছেলে নওয়াজেস আলী সেখানে পরীক্ষা দিচ্ছেন।
নাম প্রকাশ না করার শর্তে ওই স্কুলের একজন শিক্ষক বলেন, এখানকার শিক্ষকেরাই নওয়াজেস আলীর ব্যবহারিক পরীক্ষার নম্বর দেবেন। তাই স্বজনপ্রীতির অভিযোগ উঠতে পারে।
এ ব্যাপারে কেন্দ্রপ্রধান ও প্রধান শিক্ষক ওয়াছেক আলী বলেন, ‘নীতিমালাটি আমার মনে ছিল না। তবে স্বজনপ্রীতির কোনো ঘটনা ঘটবে না।’ বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘পরীক্ষা শুরু হওয়ার আগে বিষয়টি কেউ আমাকে জানায়নি।’ ঘটনাটি তদন্ত করে দেখবেন বলে তিনি জানান।
No comments:
Post a Comment