Sunday, March 24, 2013

হোলিতে রঙিন হবেন পুনম


বলিউডের বিতর্কিত ও তথাকথিত নায়িকারা যেন লাইম লাইটে আসতে উঠে পড়ে লেগেছেন। যেমন অশ্লীলতার জন্য খ্যাত নায়িকাদের মধ্যে অন্যতম পুনম পান্ডে এবার হোলিতে রঙ খেলা নিয়ে অন্যরকম এক পরিকল্পনা করেছেন।
 
পুনম পান্ডে তার টুইটার ভক্তদের নিয়ে এবার হোলি খেলতে চান। আর এই হোলিতে ইচ্ছামতো রঙ মাখামাখি করবেন ভক্তদের সঙ্গে। সবশেষে একজন ভক্তকে উপহার দেবেন হোলির রঙে রঙিন তার অন্তর্বাস। তিনি তার এই অন্যরকম আয়োজনের নাম দিয়েছেন ‘চাড্ডি ফর মাই চাড্ডি বাড্ডি’।
   

No comments:

Post a Comment