Sunday, March 10, 2013

এ যেন অন্য বাংলাদেশ

মোহাম্মদ আশরাফুল ১৮৯ রানে অপরাজিত। তাঁর সঙ্গে ১৫২ রানে অপরাজিত আছেন অধিনায়ক মুশফিকুর রহিম। প্রথম ইনিংসে এখন পর্যন্ত দলীয় সংগ্রহ ৪ উইকেটে ৪৩৮ রান। সত্যি, গল টেস্টে দেখা মিলেছে অন্য এক বাংলাদেশের।
৪ উইকেটে ৫৭০ রান তুলে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে স্বাগতিক শ্রীলঙ্কা। লঙ্কানরা বোধ হয় ধরেই নিয়েছিল, তাদের ছুড়ে দেওয়া চ্যালেঞ্জে হাবুডুবু খাবে বাংলাদেশ। বলার অপেক্ষা রাখে না, আশরাফুল-মুশফিকুরদের দুর্দান্ত ব্যাটিংয়ে লঙ্কানদের ধারণাটা উড়ে গেছে হাওয়ায়। বাংলাদেশের ১৩ বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে তাঁদের অবিচ্ছিন্ন ২৬১ রানের জুটিটি সর্বোচ্চ।
টেস্টের তৃতীয় দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত লঙ্কানদের প্রথম ইনিংসের চেয়ে ১৩২ রানে পিছিয়ে বাংলাদেশ। তবে মুশফিকুরদের হাতে রয়েছে আরও ছয়টি উইকেট। শ্রীলঙ্কার ইনিংস ছাড়িয়ে বাংলাদেশ কাল লিড নিলেও অবাক হওয়ার কিছু থাকবে না।
এত দিন বাংলাদেশের হয়েছে সর্বোচ্চ ১৫৮ রানের ইনিংসটি ছিল আশরাফুলের। নয় বছর পর সেই রেকর্ড ভেঙে দিয়েছেন তিনি নিজেই। পুরো বাংলাদেশ এখন অপেক্ষায় আশরাফুলের ডাবল সেঞ্চুরির। আশরাফুল কি পারবেন সেই স্বপ্ন পূরণ করতে? 
আশরাফুল শতরানে পৌঁছান ১৮১ বল খেলে। তিনি হাঁকেন ১০টি চার ও একটি ছয়ের মার। এটি তাঁর ষষ্ঠ টেস্ট সেঞ্চুরি। মুশফিকুর শতরানে পৌঁছান ১৬২ বলে। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরির পথে ১২টি চার হাঁকান তিনি।
প্রথমে ব্যাট করা শ্রীলঙ্কার তিনজন ব্যাটসম্যান সেঞ্চুরি করেন। দলীয় সর্বোচ্চ ১৫৫ রান করে অপরাজিত থাকেন লাহিরু থিরিমান্নে। দীনেশ চান্দিমাল অপরাজিত থাকেন ব্যক্তিগত ১১৬ রানে। এ ছাড়া কুমার সাঙ্গাকারা ১৪২ রান করেন।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ৫৭০/৪, ঘোষণা
থিরিমান্নে ১৫৫*, সাঙ্গাকারা ১৪২, চান্দিমাল ১১৬*
সোহাগ গাজী ৩/১৬৪, আবুল ১/১১২
বাংলাদেশ প্রথম ইনিংস: ৪৩৮/৪
(তৃতীয় দিনের খেলা শেষে)
আশরাফুল ১৮৯*, মুশফিকুর ১৫২*, মমিনুল ৫৫, জহুরুল ২০
এরাঙ্গা ১/৮০, মেন্ডিস ১/৯২, কুলাসেকারা ১/৭৬, হেরাথ ১/১০৩
টস: শ্রীলঙ্কা

No comments:

Post a Comment