Sunday, March 31, 2013

ভালো আছি, ভক্তদের উদ্দেশে রাইডার

এখন ভালো আছেন জেসি রাইডার। সমর্থক-ভক্তদের উদ্দেশে দেওয়া এক বার্তায় এ কথা বলেছেন নিউজিল্যান্ডের এই ব্যাটসম্যান।
গত বৃহস্পতিবার ভোরে ক্রাইস্টচার্চের একটি পানশালার সামনে দুষ্কৃতকারীদের হামলার শিকার হন রাইডার। হামলায় তাঁর মাথার খুলি ভেঙে যায় ও ফুসফুসে গুরুতর জখম হয়। তবে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি। আজ রোববার তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ) থেকে বের করে আনা হয়েছে। রাইডার কথা বলতে পারছেন, তবে হামলা সম্পর্কে কিছুই মনে নেই তাঁর।
রাইডার হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে তাঁকে শুভকামনা জানিয়ে বার্তা পাঠাচ্ছেন ভক্তরা। আজ রোববার দেওয়া এক বিবৃতিতে ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রাইডার। একই সঙ্গে নিজের সর্বশেষ অবস্থাটাও জানিয়েছেন তিনি।
রাইডার বলেন, ‘সবার উদ্দেশে এটাই বলব, আমি ভালো আছি। আজ ভালো অনুভব করছি। তবে এখনো ক্লান্তি লাগে। আমি আপনাদের পাঠানো বার্তা পড়েছি। কয়েক দিন ধরে আমাকে নিয়ে ভাবার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। হাসপাতালে যাঁরা আমার পরিচর্যা করছেন, তাঁদের ধন্যবাদ। আমার পরিবারের সদস্য ও বন্ধু যাঁরা এখানে আছেন, তাঁদেরও ধন্যবাদ।’
রাইডারের ম্যানেজার অ্যারন ক্লি আজ জানিয়েছেন, আপাতত রাইডার নতুন কোনো বার্তা দেবেন না। তিনি বলেন, ‘জেসি এখন আইসিইউয়ের বাইরে। এ অবস্থায় তাঁর পরবর্তী অবস্থা সম্পর্কে মিডিয়ায় জানানোর পরিকল্পনা নেই আমাদের। এখন আমাদের পুরো মনোযোগ থাকবে তাঁর সুস্থতার ওপর, তাঁকে আগের অবস্থায় ফিরিয়ে আনার।’
অ্যারন ক্লি জানান, হামলার ব্যাপারে রাইডারকে এখনো জিজ্ঞাসাবাদ করেনি পুলিশ। তবে পানশালার বাইরে তাঁর ওপর হামলার ব্যাপারে কিছুই মনে করতে পারছেন না রাইডার।
মদ্যপান ও পানশালাসংক্রান্ত বেশ কয়েকটি ঘটনার পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে স্বেচ্ছা-অবসর নেন রাইডার। ঘরোয়া ক্রিকেট অবশ্য খেলে যাচ্ছিলেন। কয়েক দিন পর আইপিএলে খেলতে যাওয়ার কথা ছিল জেসি রাইডারের। 
রাইডারের ওপর এই হামলার ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করেছে নিউজিল্যান্ড পুলিশ। তবে ওই ঘটনার প্রত্যক্ষদর্শীদের দাবি, হামলায় কমপক্ষে চারজন লোক জড়িত ছিল

No comments:

Post a Comment