Monday, March 18, 2013

কেট চান ছেলে, উইলিয়াম মেয়ে!


হ্যাম্পশায়ারে সামরিক কুচকাওয়াজ পরিদর্শনে যান প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটন।
হ্যাম্পশায়ারে সামরিক কুচকাওয়াজ পরিদর্শনে যান প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটন।
ছবি: রয়টার্স।
আমার সন্তানটি যেন ছেলে হয়’—অনাগত সন্তানের ব্যাপারে এমন ইচ্ছার কথা জানালেন ব্রিটিশ রাজবধূ কেট মিডলটন। যুক্তরাজ্যের হ্যাম্পশায়ারের সেনাছাউনিতে সেন্ট প্যাট্রিকস দিবস উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজ পরিদর্শনে গিয়ে আলাপচারিতার একপর্যায়ে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা কেট এ কথা বলেন। আজ সোমবার ‘টাইমস অব ইন্ডিয়া’র খবরে এ কথা জানানো হয়।
আগামী জুলাইয়ে কেট-উইলিয়াম দম্পতির প্রথম সন্তান আসার কথা। ওই সন্তান যেন মেয়ে হয়—প্রিন্স উইলিয়াম এমন আশা পোষণ করেন বলেও জানালেন কেট।
এই দম্পতির সন্তানটি ছেলে, না মেয়ে হবে—এ ব্যাপারে এখনো রাজপরিবারের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। যদিও বিষয়টি নিয়ে বিশ্বাবাসীর কৌতূহলের অন্ত নেই।
মাছ শিকারের গ্রাম গ্রিমসি পরিদর্শনে গিয়ে কেট ও উইলিয়াম মুখ ফসকে তাঁদের সন্তানের এ বিষয়টি নিয়ে কথা বলেন। সেখানে উপস্থিত ২৯ বছর বয়সী লি হুইলার এ ব্যাপারে বলেন, ‘আমি কেটের সঙ্গে তাঁদের সন্তানের ব্যাপারে কথা বলছিলাম। তাঁর কাছে জানতে চেয়েছিলাম, সন্তানটি ছেলে না মেয়ে হবে তা কি জানেন? জবাবে কেট জানান, এখনো না।’ তবে কেট মিডলটন তখন বলেছিলেন, ‘আমি চাই সন্তানটি ছেলে হোক; তবে উইলিয়াম মেয়েশিশুর প্রত্যাশা করছে’—যোগ করলেন লি হুইলার।

No comments:

Post a Comment