কথায় বলে, ন্যাড়া বেল তলায় বার বার যায় না। কিন্তু এ প্রবাদকে কার্যত মিথ্যাই প্রমাণ করলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আরেফিন রুমি।
প্রথম স্ত্রী বর্তমান থাকা অবস্থায় গত বছরের ২৪ অক্টোবর
যুক্তরাষ্ট্র-প্রবাসী কামরুন নেসাকে বিয়ে করেছিলেন সঙ্গীতশিল্পী আরফিন
রুমি। এ নিয়ে তখন কোনই উচ্চবাচ্য করেননি প্রথম স্ত্রী অনন্যা। একমাত্র
সন্তান আরিযানের মুখের দিকে তাকিয়ে সব কষ্ট বুকে চাপা দিয়ে রেখেছিলেন তিনি।
পরের গল্প সবারই জানা।
এরপর সুযোগ পেলেই দ্বিতীয় স্ত্রীকে নিয়ে দেশে-বিদেশে ঘুরেছেন রুমি। করেছেন
আনন্দ-ফূর্তি। এমনকি শ্বশুরবাড়ি যুক্তরাষ্ট্রেও গিয়েছেন তিনি। সেখান তৈরি
করেছেন স্টুডিও। কিন্তু রুমি-নেসার সুখের ঘরেও এবার শুরু হয়েছে দুঃখের
আগুন।
রুমি এবার নিউইয়র্ক প্রবাসী এক তরুনীর প্রেমে হাবুডুবু্ খাচ্ছেন। এ মেয়ে
আবার রুমির প্রথম স্ত্রী অনন্যার বান্ধবী। ছোটবেলা থেকেই তার অনন্যার সঙ্গে
মেলামেশা। আর সেই থেকে রুমির গানের একনিষ্ট ভক্ত। রাতে ঘুমুতে যাওয়ার আগে
রুমির গান না শুনলে তার চোখের পাতা এক হয় না! সেই ভক্তকে নিয়ে এবার মেতেছেন
রুমি। সুযোগ পেলেই দেখা করছেন, গানও শোনাচ্ছেন। আর এ খবর যে একেবারে চাপা
আছে তা কিন্তু না।
অনন্যা-কামরুন নেসা দুজনই শুনেছেন এ খবর। এমুখ-ওমুখ হতে হতে ফেসবুকেও এ
খবর ছড়িয়েছে। আর সবমিলিয়ে আগুন শুরু হয়েছে দুই সংসারেই। জানা গেছে, এ নিয়ে
অনন্যা প্রকাশ্যে কথা না বললেও নেসা রুমিকে অনেক বকাঝকা করেছেন।
শুধু তাই নয়, এ নিয়ে বেশ ক’দিন কথাও বন্ধ ছিল দুজনের। এখন রুমি কি করেন তা শুধু সময়ই বলে দিতে পারে।
No comments:
Post a Comment