Wednesday, January 9, 2013

লক্ষাধিক শিক্ষক পরিবারে আনন্দ |



দেশের প্রায় ২৬ হাজার ২০০টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্য দিয়ে এসব বিদ্যালয়ে কর্মরত এক লাখ তিন হাজার ৮৪৫ জন শিক্ষক সরকারি শিক্ষক হলেন। অর্থাত্ তাঁরা সবাই সরকারি বিদ্যালয়ের শিক্ষকদের মতো সমান সুযোগ-সুবিধা পাবেন। বর্তমানে তাঁরা কেবল সরকারি শিক্ষকদের মতো মূল বেতন পান।
আজ বুধবার রাজধানীর জাতীয় প্যারেড স্কয়ারে শিক্ষকদের মহাসমাবেশে প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন। এ সময় হাজার হাজার শিক্ষক করতালি ও স্লোগান দিয়ে প্রধানমন্ত্রীর এ ঘোষণাকে স্বাগত জানান।
তিন ধাপে এ ঘোষণা বাস্তবায়ন হবে। এর মধ্যে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২২ হাজার ৯৮১টি নিবন্ধিত (এমপিওভুক্ত) বিদ্যালয়ের ৯১ হাজার ২৪ জন শিক্ষক এ সুবিধা পাবেন। স্থায়ী-অস্থায়ী পাঠদানের অনুমতি পাওয়া, কমিউনিটি এবং সরকারি অর্থায়নে এনজিও পরিচালিত দুই হাজার ২৫২টি বিদ্যালয়ের নয় হাজার ২৫ জন শিক্ষক ১ জুলাই থেকে এ সুবিধা পাবেন। 
সর্বশেষ তৃতীয় স্তরে ২০১৪ সালের ১ জানুয়ারি থেকে পাঠদানের অনুমতির সুপারিশপ্রাপ্ত ও পাঠদানের অনুমতির অপেক্ষমাণ ৮৬০টি বিদ্যালয়ের তিন হাজার ৭৯৬ জন শিক্ষক এ সুবিধা পাবেন।
জাতীয়করণের ঘোষণার সময় প্রধানমন্ত্রী বলেন, ‘শিক্ষকদের এ দাবি কতটা যৌক্তিক, আমি সেটা উপলব্ধি করেছি। ওনারা শুধু রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের জাতীয়করণ চেয়েছেন। কিন্তু আমি সবারটাই করে দিলাম। কাজেই এখন সরকারীকরণের আশায় নতুন করে যত্রতত্র বিদ্যালয় করলে অনুমোদন দেওয়া হবে না। বিদ্যালয় করতে হলে সরকারিভাবে করা হবে।’ প্রধানমন্ত্রী এ সময় তাঁর শুভেচ্ছাবার্তা নিজ নিজ এলাকায় পৌঁছে দিতে শিক্ষকদের অনুরোধ জানান।
বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি এ মহাসমাবেশের আয়োজন করে। সংগঠনের সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে মহাসমাবেশে আরও বক্তব্য দেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমিন, স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন, ভারপ্রাপ্ত সচিব এম এম নিয়াজ উদ্দিন।

No comments:

Post a Comment