কলম্বিয়ার বোগোটা শহরের বাইরে অবস্থিত মিগুয়েল কাবাল্লেরো কারখানায় গতকাল শুক্রবার দুজন শ্রমিক একটি বুলেটপ্রুফ পোশাক তৈরি করছেন।
ছবি . রয়টার্স
বন্দুকধারীদের হাত থেকে স্কুলশিশুদের রক্ষায় বুলেটপ্রুফ পোশাক নির্মাণের উদ্যোগ নিয়েছে কলম্বিয়ার একটি পোশাক নির্মাণকারী প্রতিষ্ঠান। সম্প্রতি যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যের নিউটাউনে এক স্কুলে বন্দুকধারীর গুলিতে ২৬ জন নিহত হওয়ার পর অনেক গ্রাহকের অনুরোধের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয় কলম্বীয় প্রতিষ্ঠানটি।
ওই প্রতিষ্ঠানের মালিক মিগুয়েল কাবালেরো বলেন, ‘আমরা কখনো শিশুদের সুরক্ষার জন্য পোশাক তৈরির কথা ভাবিনি। স্যান্ডি হুক এলিমেন্টারি স্কুলে গোলাগুলির ঘটনার পর এ ধরনের পোশাক তৈরি করতে আমাদের কাছে অনুরোধ আসছে।’ তিনি বলেন, ‘কানেকটিকাট ট্র্যাজেডির পর অভিভাবকেরা তাঁদের সন্তানদের জন্য সুরক্ষিত পোশাক বানাতে আমাদের কাছে ই-মেইল করে।’
ওই কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক গিয়োভানি কর্ডেরো বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের সব স্থান থেকেই পোশাক তৈরির বার্তা পেয়েছি।’
এনডিটিভির খবরে বলা হয়, ওই কোম্পানির পণ্যগুলোর মধ্যে রয়েছে বুলেটপ্রুফ শার্ট ও ব্যাগ। ওই পণ্যগুলো আট থেকে ১৬ বছর বয়সী শিশুদের জন্য তৈরি করা হবে। এগুলোর খরচ পড়বে ১৫০ থেকে ৬০০ ডলার। এ পোশাকগুলোর প্রতিটির ওজন হবে দুই থেকে চার পাউন্ড।
ক্যাবালেরো বলেন, ওই পণ্যগুলো লাতিন আমেরিকার জন্য তৈরি করা হয়নি, যুক্তরাষ্ট্রের বাজারের কথা মাথায় রেখেই এগুলো তৈরি করা হয়েছে।
গত ১৪ ডিসেম্বর কানেকটিকাটের স্কুলে অ্যাডাম লেনজা নামের ২০ বছর বয়সী এক বন্দুকধারীর গুলিতে ২০ স্কুলশিশু ও ছয়জন প্রাপ্তবয়স্ক কর্মচারী নিহত হন। এর পর থেকে যুক্তরাষ্ট্রজুড়ে স্কুলশিশুদের নিরাপত্তা নিয়ে হইচই পড়ে যায়।
ওই প্রতিষ্ঠানের মালিক মিগুয়েল কাবালেরো বলেন, ‘আমরা কখনো শিশুদের সুরক্ষার জন্য পোশাক তৈরির কথা ভাবিনি। স্যান্ডি হুক এলিমেন্টারি স্কুলে গোলাগুলির ঘটনার পর এ ধরনের পোশাক তৈরি করতে আমাদের কাছে অনুরোধ আসছে।’ তিনি বলেন, ‘কানেকটিকাট ট্র্যাজেডির পর অভিভাবকেরা তাঁদের সন্তানদের জন্য সুরক্ষিত পোশাক বানাতে আমাদের কাছে ই-মেইল করে।’
ওই কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক গিয়োভানি কর্ডেরো বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের সব স্থান থেকেই পোশাক তৈরির বার্তা পেয়েছি।’
এনডিটিভির খবরে বলা হয়, ওই কোম্পানির পণ্যগুলোর মধ্যে রয়েছে বুলেটপ্রুফ শার্ট ও ব্যাগ। ওই পণ্যগুলো আট থেকে ১৬ বছর বয়সী শিশুদের জন্য তৈরি করা হবে। এগুলোর খরচ পড়বে ১৫০ থেকে ৬০০ ডলার। এ পোশাকগুলোর প্রতিটির ওজন হবে দুই থেকে চার পাউন্ড।
ক্যাবালেরো বলেন, ওই পণ্যগুলো লাতিন আমেরিকার জন্য তৈরি করা হয়নি, যুক্তরাষ্ট্রের বাজারের কথা মাথায় রেখেই এগুলো তৈরি করা হয়েছে।
গত ১৪ ডিসেম্বর কানেকটিকাটের স্কুলে অ্যাডাম লেনজা নামের ২০ বছর বয়সী এক বন্দুকধারীর গুলিতে ২০ স্কুলশিশু ও ছয়জন প্রাপ্তবয়স্ক কর্মচারী নিহত হন। এর পর থেকে যুক্তরাষ্ট্রজুড়ে স্কুলশিশুদের নিরাপত্তা নিয়ে হইচই পড়ে যায়।
No comments:
Post a Comment