মাঝে মাঝে টিভিতে মালালা ইউসুফজাই সম্পর্কিত কিছু ভিডিও ক্লিপস দেখানো হয় । সেখানে মালালা নামের কিশোরীটিকে ভাবগাম্ভীর্যের সাথে হেঁটেচলে ঘুরে বেড়াতে দেখা যায়, বইয়ের শেলফ থেকে বই বের করে জ্ঞানী-গুণী ভাবের সাথে ক্যামেরার সামনে ঘুরে ফিরে বেড়াতে দেখা যায় । এখন প্রশ্নটা হচ্ছে, হাঁটা-চলা, বই পড়া ইত্যাদি তো আমরাও করেছি, কিন্তু আমাদের সামনে তো কেউ এভাবে ক্যামেরা ফিট রাখেনি, আমরাও তো আর নিজেদের “কিছু একটা” প্রমাণ করার জন্য ক্যামেরার সামনে স্বামী বিবেকানন্দ স্টাইলে পোজ দেইনি । আর নারীশিক্ষার পক্ষে কথা বলে, বিশ্বে এমন মানুষ কোটী কোটি আছে, তবে এই মেয়েটা এত প্রয়াচ্র কেন পেল? তালিবান ভুদাইরাও এই মেয়েকে নিজেদের জন্য হুমকি কেন মনে করল??? মেয়েটাকে ইংরেজীতে ব্লগ কিভাবে কার সাহায্যে লেখত?? তার ব্লগের আড়ালে আসল পরিচয়ই বা কিভাবে ফাঁস হল?
যাই হোক, মেয়েটা এক ভয়াবহ বিপদের মাঝে পড়েছিল । মাথায় তালিবানদের গুলি লেগে মারা যেতে বসেছিল, এই বিপদ তার হয়েছিল তার নিজের দেশ পেয়ারা পাকিস্তানে । তারপর তো এই হাসপাতাল, সেই হাসপাতাল করে মালালাকে লন্ডন পাঠানো হল । তারপর একদিন মালালা খবর পেল, তার অনিরাপদ দেশ পেয়ারা পাকিস্তানকে “চুক্কা” ঘোষণা করে নাকি বাংলাদেশী ক্রিকেটাররা আসবে না! মালালা তারপর টুইটারে দাগা মারিল এই বলে
এরপরেও ডাই-ফার্ট পাকিস্তান সমর্থকেরা সম্মিলিত সুরে সুর ধরিবার ব্যর্থ চেষ্টা করিলেও করিতে পারে, “ও দাগাবাজরে এ এ এ এ এ, তোরে টুইট বাড়ে দাগাবাজ রে এ এ এ এ এ ”
না না গালি দিমু না । আপনারাও গালি দিয়েন না । দেখি এর পরে মালালা তথা পাকু ভক্তরা কি কমেডি করে! আসেন গালাগালি না কইরা সকলে মিল্যা গ্যালারিতে বইয়া পড়ি, এই লন পপকর্ণ!
যাই হোক, মেয়েটা এক ভয়াবহ বিপদের মাঝে পড়েছিল । মাথায় তালিবানদের গুলি লেগে মারা যেতে বসেছিল, এই বিপদ তার হয়েছিল তার নিজের দেশ পেয়ারা পাকিস্তানে । তারপর তো এই হাসপাতাল, সেই হাসপাতাল করে মালালাকে লন্ডন পাঠানো হল । তারপর একদিন মালালা খবর পেল, তার অনিরাপদ দেশ পেয়ারা পাকিস্তানকে “চুক্কা” ঘোষণা করে নাকি বাংলাদেশী ক্রিকেটাররা আসবে না! মালালা তারপর টুইটারে দাগা মারিল এই বলে
এরপরেও ডাই-ফার্ট পাকিস্তান সমর্থকেরা সম্মিলিত সুরে সুর ধরিবার ব্যর্থ চেষ্টা করিলেও করিতে পারে, “ও দাগাবাজরে এ এ এ এ এ, তোরে টুইট বাড়ে দাগাবাজ রে এ এ এ এ এ ”
না না গালি দিমু না । আপনারাও গালি দিয়েন না । দেখি এর পরে মালালা তথা পাকু ভক্তরা কি কমেডি করে! আসেন গালাগালি না কইরা সকলে মিল্যা গ্যালারিতে বইয়া পড়ি, এই লন পপকর্ণ!
No comments:
Post a Comment