Saturday, January 12, 2013

বাহরাইনে বাংলাদেশি-অধ্যুষিত ভবনে আগুন |


বাহরাইনের রাজধানী মানামায় একটি ভবনে আগুন লেগে ১৩ জন প্রবাসী শ্রমিক মারা গেছেন। গতকাল শুক্রবার দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি অনলাইনের খবরে এ তথ্য জানানো হয়।
রাজধানীর মুখারকা এলাকার একটি তিনতলা ভবনে গতকাল বিকেলে আগুন লাগে। ভবনটির এক বাসিন্দা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, ওই ভবনে ২৮টি কক্ষ রয়েছে। এর মধ্যে তিনটি কক্ষে পাকিস্তানি শ্রমিকেরা থাকতেন। আর বাকি কক্ষগুলোতে থাকতেন বাংলাদেশি শ্রমিকেরা। বিবিসির খবরে নিহত ব্যক্তিদের পরিচয় জানানো হয়নি।
বাহরাইনের ‘গালফ ডেইলি নিউজ’-এর খবরে বলা হয়েছে, গত রাতে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিহত ব্যক্তিদের পরিচয় এখনো পাওয়া যায়নি। মৃত ব্যক্তিদের লাশ সেখানকার সালমানিয়া মেডিকেল কমপ্লেক্সের মর্গে নিয়ে যাওয়া হয়েছে। আহত ব্যক্তিদেরও সেখানে চিকিত্সা দেওয়া হচ্ছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বাহরাইনের সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত মহাপরিচালক জানিয়েছেন, গতকাল স্থানীয় সময় পৌনে চারটার দিকে তিন তলার ভবনটিতে (শ্রমিক ক্যাম্প) আগুন লাগে। ঘটনার পর ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পার্শ্ববর্তী ভবনে ছড়িয়ে পড়ার আগেই আগুন নিভিয়ে ফেলা হয়। আগুনে ক্ষতিগ্রস্ত ভবনটি ধসে পড়েছে। ভবনটি থেকে অনেক শ্রমিককে উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে। 
সূত্রের বরাত দিয়ে বাহরাইনের ‘গালফ ডেইলি নিউজ’ জানিয়েছে, ভবনের ২৬টি কক্ষে বাংলাদেশ, পাকিস্তান ও ভারতের শ্রমিকেরা থাকতেন। তবে ভবনটিতে বেশির ভাগ ছিলেন বাংলাদেশের শ্রমিক। ভবনটির প্রতিটি কক্ষে সাত থেকে ১০ জন করে শ্রমিক থাকতেন।
বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব মহিদুল ইসলাম আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে প্রথম আলো ডটকমকে বলেন, ‘স্থানীয় সময় চারটা ২০ মিনিটের দিকে ভবনটিতে আগুন লাগে। ঘটনার পর আমরা সেখানে যাই। অনেক রাত পর্যন্ত আমরা সেখানে ছিলাম। ফায়ার সার্ভিসের লোকজন আমাদের সেখান থেকে সরিয়ে দেয়। কিছুক্ষণ পর ভবনটি ধসে পড়ে। আমরা যতটুকু জানতে পেরেছি, ভবনটি ভাড়া নিয়ে পাকিস্তানিরা থাকতেন। তবে ভবনটিতে কিছু বাংলাদেশিও ছিলেন বলে শোনা যাচ্ছে। আমরা প্রাথমিকভাবে জেনেছি, ১৩ জন শ্রমিক মারা গেছেন। তবে তাঁদের পরিচয় পাওয়া যায়নি। পরিচয় নিশ্চিত হওয়া গেলেই আমরা তা জানাব।’

No comments:

Post a Comment