Saturday, January 5, 2013

\জব্বার,কাসেম,মর্জিনা-একটি ১৮+প্রেমকাহিনী


জব্বারঃ ওই কাসেম,মর্জিনার জীবন থেইক্কা তুই সইরা খাড়া,নইলে তোর জীবন থেইক্কা তরে সরায়া দিমু!!
কাসেমঃ ওই!!এইডা কি পাবলিক টয়লেট পাইছস যে সইরা মুততে কইবি??!!
জব্বারঃ তুই আমার চিনস?আমি ডাক দিলে ঢাকা শহরের সব পুলিশ-আর্মি আয়া পড়ব!
মর্জিনাঃ থাম তোরা!আমার আজকে একটু শপিং আছে?আমার কে নিয়া যাইবি?
জব্বারঃআমি!
কাসেমঃ আমি!আমি!
মর্জিনাঃ এমন আমি আমি করতাছ ক্যান?এমনিতে এক জায়গায় আমি আমি আমি শুনতে শুনতে আমার কান (চোখ!) ঝালাপালা হওয়ার জোগাড়!!
কাসেম+জব্বারঃ চরি।
জব্বারঃ মর্জিনা!!কাসেইম্মা একটা বিলাইয়ের বাচ্চা!!ও তোমারে কেমনে নিয়া যাইব মার্কেটে??!!আমি ওরে থাবড়া দেখাইলে ও জান লইয়া ভাগব!আমার লগে চল!!
কাসেমঃ ওই জব্বাইররা!!!মালালা অলরেডী একবার বিলাই কইছে।অরে কিছু কই নাই।তাই তোরে ও কিছু কইলাম না!!মাফ কইরা দিলাম।
জব্বারঃ কি কইবি?কি কইবি?
কাসেমঃ কওয়ার অনেক কিছুই আছিল!আর কইছ না!শখ কইরা দোস্ত গো কাছে হিরো হওয়ার লাইজ্ঞা মালার ছবি প্রোফাইল পিক,কভার পিক সব দিছিলাম।শ্যাষে হ্যায় বিলাই কইয়া আমারে হিরোর জায়গায় হ্যোর বানায়া দিছে!!
জব্বারঃ প্যাচাল থামা হালা।কি সব উল্টা পাল্টা বলতাছস??কি মালালা,প্রুপাইল পিক-টিক??ওই মর্জিনা চল আমার লগে বসুন্ধরা চিটি তে তোরে নিয়া “ইসকাই পল” দেখুম!!
কাসেমঃ তুই আমার লগে চল মর্জিনা!!আমি তোরে নিয়া একই জায়গায় “চুরাবালি” দেখমু!!
মর্জিনাঃ তোরা তো আমারে শ্যাষ কইরালাইবি দেখতাছি!আমি তোদের দুইডারেই সমান ভাবে ভালবাসি।চল টস করি!! নেক্সট ইন্ডিয়া-পাকিস্তান খেলায় টসের মাইধম্যে তোগো ভাইগ্য নির্ধারন হবে!!
কাসেম/জব্বারঃ খাইছে মর্জিনা!!তোর হিসাব-কিতাব দেখি ডিজিটাল??!!
মর্জিনাঃ হইতে তো হইবই!!আফটার অল দেশটা তো ডিজিটাল বাংলাদেশ!!ম্যাচিং করে নিছি!

(কাসেম আর জব্বারের ভাগ্য আগামী ইন্ডিয়া-পাকিস্তান খেলার টস দিয়ে নির্ধারিত হবে।আসুন তার আগে আমরা আমাদের ভাগ্যের কয়েন টস করি একবার।হেড উঠলে কালকে আরেকজন বাংলাদেশি মরবে সীমান্তে,টেইল উঠলে মনে করবেন কাল আরেক পাকি আমাদের বিলাই বলবে।আর উপরে মেরে কয়েনটি আর খুজে না পেলে মনে করবেন আপনি গুলিস্তান মোড়ে আছেন)

No comments:

Post a Comment