চীনের কুনমিংয়ে বাংলাদেশ নতুন মিশন খুলেছে বলে সূত্রে জানা গেছে। আর মিশন প্রধান (কনসাল জেনারেল) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আলোচিত নারী কর্মকর্তা শাহনাজ গাজীকে। যিনি এখন মার্কিন যুক্তরাষ্ট্রের লসএঞ্জেলস-এ ডেপুটি কনসাল জেনারেল হিসেবে কর্মরত রয়েছেন।
সেই শাহনাজ গাজী, যাকে নিয়ে তুমুল বিতর্ক হয়েছিল প্রধানমন্ত্রীর মার্কিন যুক্তরাষ্ট্র সফরের সময়। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (মিডিয়া) মাহবুবুল হক শাকিলকে জড়িয়ে শাহনাজ গাজীকে নিয়ে ২০১১ সালে যে বিতর্ক হয়েছিল, তার জের গড়িয়েছিল বহুদূর। মাহবুবুল হক শাকিল ওই সময় প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিবের পদ থেকে পদত্যাগ করেছিলেন। তবে শাহনাজ গাজী ছিলেন বহাল তবিয়তে। ওই সময়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালকের দায়িত্বে থাকা শাহনাজ গাজীকে মার্কিন যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলস মিশনের গুরুত্বপূর্ণ ডেপুটি কনসাল জেনারেল হিসেবে পদায়ন করা হয়েছিল।
সর্বশেষ কুনমিংয়ের কনসাল জেনারেলের দায়িত্ব দেওয়ার মাধ্যমে শাহনাজ গাজীকে আরও এক ধাপ এগিয়ে দেওয়া হলো বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনেকেই মনে করছেন। কেউ কেউ বলছেন, বর্তমান প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নের ব্যাপারে যে আপোসহীন কুনমিং মিশনের নিয়োগ তারই প্রমাণ।
সংশ্লিষ্টরা অবশ্য বলছেন, এই নিয়োগের মাধ্যমে কার্যত এটাই প্রমাণ হলো যে, মার্কিন যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রীর সফরের সময় মাহবুবুল হক শাকিল ও শাহনাজ গাজীকে নিয়ে যে বিতর্ক হয়েছিল তা কেবলই মুখরোচক আলোচনা। অবশ্য শাহনাজ গাজী নিজেও বিষয়টিকে ¯্রফে মিডিয়ার গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন। যদিও ওই বিতর্কের জেরে সাবেক ছাত্রনেতা মাহবুবুল হক শাকিল বেশ বেকায়দায় পড়েন বহুদিন। মিডিয়ার সমালোচনার মুখে তিনি প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব ছেড়ে দেন। অবশ্য নিরবে নিভৃতে আওয়ামী লীগ সভানেত্রীর গুরুত্বপূর্ণ বক্তৃতা লেখা থেকে শুরু করে আরও অনেক কাজের সঙ্গে যুক্ত থাকেন। এক পর্যায়ে নিজ যোগ্যতায় আবার ফিরে আসেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হয়ে।
No comments:
Post a Comment