Saturday, May 11, 2013

কুয়াকাটায় নববধূ ধর্ষণ: ম্যানেজার গ্রেপ্তার

পর্যটনকেন্দ্র কুয়াকাটার আবাসিক হোটেল উদয় অস্তে এক পর্যটক নববধূ (১৬) ধর্ষণের শিকার হয়েছে। শনিবার ভোর রাতে এ ঘটনা ঘটেছে।

এ ঘটনা সঙ্গে জড়িত থাকার দায়ে কুয়াকাটা নৌ-পুলিশ ধর্ষক বাপ্পি মোল্লাকে গ্রেপ্তার করেছে। তবে আরেক ধর্ষক হোটেল বয় বিধান মজুমদার সুমন পুলিশকে ফাঁকি দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছে।


কুয়াকাটা নৌ-পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলা থেকে এক পর্যটক দম্পতি কুয়াকাটায় বেড়াতে এসে হোটেল উদয়-অস্তের ১০ নম্বর কক্ষে ওঠেন। শনিবার ভোর রাতে নববধূর স্বামী বাইরে বের হলে হোটেল ম্যানেজার বাপ্পি মোল্লা ও হোটেল বয় বিধান মজুমদার  সুমন ওই কক্ষে প্রবেশ করে তাকে জোড়পূর্বক ধর্ষণ করে।

এরপর ধর্ষণের শিকার ওই গৃহবধূকে ধর্ষকরা ভয় দেখিয়ে একটি মোটরসাইকেলে উঠিয়ে বাকেরগঞ্জ পাঠিয়ে দেওয়ার চেষ্টা করে। মোটরসাইকেল চালক কৌশল করে তাকে বাকেরগেঞ্জ না নিয়ে কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়। এ সময় তার স্বামী মো.সবুজ মাতুব্বর খবর পেয়ে পুলিশ ফাঁড়িতে আসে এবং তারা পুলিশকে পুরো বিষয়টি জানায়।

পুলিশ তাৎক্ষণিক হোটেল উদয় অস্তে অভিযান চালিয়ে হোটেলের ম্যানেজার কুয়াকাটার আজিমপুর গ্রামের শামসুল হক মোল্লার ছেলে বাপ্পি মোল্লাকে গ্রেপ্তার করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে এর সঙ্গে জড়িত একই হোটেলের বয় পটুয়াখালী সদর থানার ভায়লা গ্রামের সতিশ মজুমদারের ছেলে বিধান মজুমদার সুমন পালিয়ে যেতে সক্ষম হয়।

কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক সঞ্জয় মন্ডল বলেন, ‘কুয়াকাটা পুলিশের তদারকিতে পটুয়াখালী সদর হাসপাতালে নির্যাতনের শিকার গৃহবধূর ডাক্তারি পরীক্ষা করানো হচ্ছে। ইতোমধ্যে ওই গৃহবধূ বাদী হয়ে ধর্ষক দু’জনের বিরুদ্ধে কলাপাড়া থানায় মামলা করেছে।’

No comments:

Post a Comment