Saturday, May 25, 2013

ধোনীর গদি টালমাটাল


স্পট ফিক্সিং বিতর্কে জুয়াড়িরা তো আছেনই এরই মধ্যে ক্রিকেটার, কর্মকর্তা, দলের মালিক, বলিউড, টলিউড এমনকি বোর্ড কর্তাদের নাম বেরিয়ে এসেছে। কিন্তু এবার যিনি জড়ালেন তিনি খোদ ভারতীয় ক্রিকেট দলপতি মহেন্দ্র সিং ধোনীর স্ত্রী সাক্ষী।
 
যতোই দিন যাচ্ছে আইপিএলে স্পট ফিক্সিং কেলেঙ্কারীতে নতুন মাত্রা যোগ হচ্ছে। প্রতিনিয়ত নতুন নাটক মঞ্চস্থ হচ্ছে। কিছুতেই যেন জট খুলছে না। বরং রহস্য আরও  ঘনিভূত হচ্ছে। একের পর এক বেরিয়ে আসছে তারকাদের নাম।
 
আইপিএলের মাঠের উত্তাপ এখন ঘরেও প্রবেশ করেছে। ধোনী পত্নী সাক্ষীর স্পট ফিক্সিংয়ে জড়িত হওয়ার খবর প্রকাশের পর ভারতীয় ক্রিকেট দলের সদস্যরা চাপা ক্ষোভে ফুঁসছেন। অনেক ক্রিকেটারই এখন ধোনীর নেতৃত্ব মানতে নারাজ।
 
গত মঙ্গলবার বলিউড অভিনেতা বিন্দু দারা সিং গ্রেপ্তার হওয়ায় মিডিয়া পাড়ায় হইচই পড়ে যায়। বিন্দুকে রিমান্ডে নেয়ার পর বেরিয়ে এসেছে বেশ কিছু নতুন তথ্য। চেন্নাই সুপার কিংসের এক মালিকও নাকি স্পট ফিক্সিংয়ের সঙ্গে জড়িত।
 
রিমান্ডে বিন্দু নাকি স্বীকার করেছেন, তিনি চেন্নাই সুপার কিংসের এক মালিকের সঙ্গে ফিক্সিং নিয়ে নিয়মিত আলোচনা করতেন। সেই মালিকের সঙ্গে তাকে পরিচয় করিয়ে দেন এক ক্রিকেটারের স্ত্রী। আর তিনি হচ্ছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির স্ত্রী সাক্ষী।
 
আইপিএল চলাকালে গ্যালারিতে সাক্ষীর পাশে বসে থাকতে দেখা গেছে বিন্দুকে।
 
এ প্রসঙ্গে বলিউডের এ অভিনেতা বলেন, ‘সাক্ষীর অনুরোধেই আমি তার পাশে বসতাম।’
 
পুলিশ এ ঘটনার সঙ্গে আরেকটি যোগসূত্র খুঁজে পেয়েছে। জয়পুরে শ্রীশান্ত যে মহিলাকে ফিক্সিংয়ের টাকা দিয়ে দামি মোবাইল উপহার দিয়েছিলেন তিনি সাক্ষীর বান্ধবী।

No comments:

Post a Comment