Sunday, May 26, 2013

বিবাহ বার্ষিকী পালন করলেন টেন্ডুলকার


কলকাতায় নিজের ১৮তম বিবাহ বার্ষিকী উদযাপন করলেন ভারতের মাস্টার ব্লাষ্টার ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার। শনিবার কলকাতার এক হোটেলে কেকে কেটে স্ত্রী অঞ্জলিকে নিয়ে বিবাহ বার্ষিকী পালন করেন টেন্ডুলকার।
 
১৯৯৫ সালের ২৪ মে মুম্বাইতে অঞ্জলিকে বিয়ে করেন টেন্ডুলকার। এরপর প্রতিবছরই বেশ জাকজমকের মধ্যে দিয়ে বিবাহ বার্ষিকী উদযাপন করে থাকেন টেন্ডুলকার-অঞ্জলি জুটি। চলতি বছরও এর ব্যতিক্রম হয়নি। তবে এবার নিজ শহরের বাইরে অর্থ্যাৎ কলকাতায় বিবাহ বার্ষিকী পালন করলেন টেন্ডুলকার ও অঞ্জলি।
 
কলকাতার ইডেন গার্ডেনে আইপিএলের ফাইনালে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে টেন্ডুলকারের মুম্বাই ইন্ডিয়ান্স। তাই দলের সাথে কোলকাতাতেই রয়েছেন টেন্ডুলকার। সেই কারণে কলকাতায় বসেই বিবাহ বার্ষিকী পালন করতে হলো তাকে। বিকালে স্ত্রী অঞ্জলিকে নিয়ে কেক কেটে বিবাহ বার্ষিকী পালন করেন টেন্ডুলকার।
 
এ ব্যাপারে হোটেলের এক স্টাফ জানান, ‘আমরা এ ব্যাপারে কিছুই জানতাম না। তবে বিকালে টেন্ডুলকারের স্ত্রী অঞ্জলি হোটেলে আসায় আমরা ব্যাপারটি জানতে পারি। এরপর তারা কেক কেটে বিবাহ বার্ষিকী পালন করে।’
   

No comments:

Post a Comment