Friday, May 10, 2013

যোগ্য পাত্রের অপেক্ষায় তারিন

মনের মতো যোগ্য পাত্র পেলে অবশ্যই বিয়ে করব। সেটা যে কোনও সময়ই হতে পারে। এই প্রক্রিয়া চলমান।’ বৈশাখী টেলিভিশনের শুধুই আড্ডা অনুষ্ঠানে বিয়ে প্রসঙ্গে এ কথা বলেছেন তারিন।
বৈশাখী টেলিভিশনের শুধুই আড্ডা অনুষ্ঠানে তারিন আরও জানিয়েছেন, নাটকে অভিনয়ের পাশাপাশি নাটক নির্মাণেও মনোনিবেশ করেছেন তিনি। তবে পরিচালক হিসেবে নয়, প্রযোজক হিসেবে।
আড্ডায় জনপ্রিয় এ অভিনেত্রী কথা বলেছেন নিজের ক্যারিয়ার, অভিনয় জীবন ও তার বর্তমান ব্যস্ততা ও ভবিষ্যত্ পরিকল্পনাসহ নানা প্রসঙ্গে।
আড্ডা ছাড়াও এ অনুষ্ঠানে তারিন তাঁর পছন্দের একটি গানও গেয়েছেন।
এসএমএসের মাধ্যমে দর্শকদের পাঠানো নানা প্রশ্ন নিয়ে তারিনের সঙ্গে আড্ডা দিয়েছেন ফারহানা নিশো।
পলাশ মাহবুবের গ্রন্থনা ও পরিচালনায় লীজান শুধুই আড্ডা প্রচারিত হবে আগামী শনিবার রাত নয়টা ১০ মিনিটে।

No comments:

Post a Comment