Wednesday, May 22, 2013

গ্যাসের চাপে সাত ফুট চূড়ায় ভবন

রাজধানীর জোয়ার সাহারায় গ্যাসের চাপে পাইলিং থেকে সাত ফুট উপরে উঠে গেছে নির্মাণাধীন একটি ভবন। তবে বেইজমেন্ট কিংবা ভিমে আপাতত কোনো ফাটল বা হেলে পড়ার চিহ্ন নেই।

 স্থাপত্য বিশেষজ্ঞরা বলছেন, পঁচনশীল আবর্জনা দিয়ে খাল ভরাট করে ভবনটি নির্মাণ করায় অতিমাত্রায় গ্যাসের চাপে ভবনটি উপরে উঠে গেছে। গ্যাস সরে গেলে ভবনটি যেকোনো সময় হেলে পড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তারা।

 ভবনটি হঠাৎ বিকট শব্দে উপরে উঠে পড়েছে। পাইলিং এর রড এবং কংক্রিটও উঠেছে কয়েক ফুট উপরে। এতে মূল রাস্তা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে প্রবেশ পথ।

 স্থাপত্য বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত ভবনটির নিচ থেকে জমে থাকা গ্যাস সরানো না গেলে যেকোনো সময় বিস্ফোরণ ঘটতে পারে।

 ভবনটি একজন সাবেক সেনা কর্মকর্তার দান করা জমিতে ওয়াকফ হিসেবে ২০১০ সাল থেকে মসজিদ এবং মাদ্রাসা নির্মাণ করা হচ্ছিল।  

No comments:

Post a Comment