এবার সোনার মুদ্রায় জায়গা পেলেন ভারতের মাষ্টার ব্লাষ্টার ব্যাটসম্যান
শচীন টেন্ডুলকার। ভ্যালুমার্ট নামে একটি জুয়েলারি কোম্পানি টেন্ডুলকারের
ছবি ও স্বাক্ষর সংবলিত একটি মুদ্রা বাজারে ছেড়েছে। মুদ্রার এক পাশে
টেন্ডুলকারের ছবি ও অন্যপাশে তার স্বাক্ষর রয়েছে।
মুদ্রাটির মোড়ক উন্মোচনের জন্য সোমবার এক জাকজমক অনুষ্ঠানের আয়োজন করে
ভ্যালুমার্ট জুয়েলারি কোম্পানিটি। আর তাতে উপস্থিত ছিলেন টেন্ডুলকার নিজেই।
হিন্দু ধর্মাবলম্বীদের ‘অক্ষয় তৃতীয়া’ নামে একটি ধর্মীয় দিন উপলক্ষে
মুদ্রার মোড়ক উন্মোচন করেন টেন্ডুলকার।
২৪ ক্যারেটের এই মুদ্রার ওজন ১০ গ্রাম। প্রাথমিকভাবে এক লাখ মুদ্রা বাজারে
ছেড়েছে জুয়েলারি কোম্পানিটি। এটি যে কেউ ক্রয় করতে পারবে। তবে এটি ক্রয়
করতে হলে গ্রাহককে গুনতে হবে ৩৪ হাজার টাকা।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসে টেন্ডুলকার বলেন, ‘মাঠে আমার অনেক সোনালি
মূর্হুত আছে। অনেক স্মৃতি খুবই চমৎকার। কিন্তু এটি অন্যধরনের সুন্দর। এখানে
আসার পর সবাই আমাকে ‘অক্ষয় তৃতীয়া’র শুভেচ্ছা জানিয়েছে। কারণ এটি হিন্দু
ধর্মাবলম্বীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি দিন।’
টেস্ট ও ওয়ানডের সর্বোচ্চ রানের মালিক টেন্ডুলকার আরও বলেন, ‘আমি স্বর্ন
ক্রয় করতে পছন্দ করি। গলায় স্বর্ন থাকলে দারুন লাগে এবং কিশোর বয়স থেকেই
আমি তা পরে আসছি। আর খেলোয়াড়দের কাছে স্বর্ন সবসময়ই খুব প্রিয়। তার উপযুক্ত
প্রমান ওয়েস্ট ইন্ডিজ দল। তারা অনেক বেশি স্বর্ন ব্যবহার করে গলায় ও হাতে।
No comments:
Post a Comment