Sunday, May 5, 2013

বিবাহিত পুরুষের প্রতি বলিউডি নায়িকাদের আসক্তি


বলিউডি অভিনেত্রীদের বিয়ে চলচ্চিত্রের একটা গুরুত্বপূর্ণ অংশ ।বিয়ের বাজারে অবিবাহিত নারী-পুরুষের চাহিদাই সবচেয়ে বিশি। কিন্তু বলিউডি অনেক অভিনেত্রীর পছন্দ বিবাহিত পুরুষ। পুরুষের একাধিক বিয়ে,কিংবা আগের স্ত্রীর সাথে দীর্ঘ দিন সংসার, অতপর ডিভোর্স, অথবা আগের ঘরে সন্তান আছে এসব কিছুই যায় আসেনা বলিউড অনেক নায়িকাদের। বিবাহিত পুরুষের প্রতি তাদের চরম আসক্তি।
 
কারিনা কাপুর ছোট নওয়াব সাইফ আলী খানকে বিয়ে করে অনেকেরই হৃদয় ভেঙ্গেছেন।  সাইফকে বিয়ে করার আগে  শহীদ কাপরের সাথেও কারিনা কম যাননি। এরপর শহীদকে বাদ দিয়ে সাইফ আলীর সাথে শুরু হয় তার প্রণয়। অবশেষে বিয়ে।  আবার সাইফ আলী খানও বলিউডের আরেক নায়িকা আমরিতা সিংকে বিয়ে করেন এবং ১৩ বছর দাম্পত্য জীবনের পর তারা আলাদা হয়ে যান।
 
গত বছরের ডিসেম্বরে বলিউডে উলালা ডার্টি গাল বিদ্যা বালান বিয়ে করেন সিদ্ধার্থ রায়কে। কিন্তু বিদ্যা বালানকে বিয়ে করার আগে দুই বার বিয়ে করেছিলেন বিদ্যার বর। তবে বিয়ের পর বিদ্যা তার ক্যারিয়ারে সামঞ্জস্য করার করার চেষ্টা করছেন ।
 
অভিষেক বচ্চনের  সাথে কারিশমা কাপুরের ইনগেজমেন্ট হলেও  শেষমেষ তা ভেস্তে যায়।  চার মাস পরেই তারা আলাদা হয়ে যান। পরবর্তীতে কারিশমা তার বন্ধু  শিল্পপতি সঞ্জয় কাপুরকে বিয়ে করেন। তবে মজার বিষয় হলো এই সঞ্জয় কাপুর কারিশমাকে বিয়ে করার আগে তিনি নন্দিতা নামে এক ডিজাইনারকে বিয়ে করেছিলেন।
 
মডেল ও অভিনেত্রী মাহিমা চৌধুরী বিয়ে করেন ববি মুখার্জিকে। ববি মুখার্জির আগের ঘরের এক সন্তান রয়েছে। কিন্তু তারপরেও তাদের সম্পর্ক ভাল যাচ্ছেনা এমন গুজবও শোনা যাচ্ছে।
 
রাভিনা তান্দন এর সাথে অক্ষয় কুমারের সম্পর্কের কথা কে না জানে। কিন্তু অক্ষয়কে ফাকি দিয়ে  বিয়ে করেন অনিলকে। এই অনিলের জীবনেও বিবাহ বিচ্ছেদের কাহিনী রয়েছে।
 
শিল্পা শেঠি  রাজ কুন্দ্র’র সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার আগে দুই বছর সাথে চুটিয়ে প্রেম করেন। রাজের জীবনেও ছিল আরেক নারী যার নাম কবিতা। কবিতাকে বিয়ে করেছিলেন রাজ। কিন্তু সে বিয়ে বেশি দিন টিকেনি। শুধু তাই নয় তাদের বিয়ে বিচ্ছেদের পেছনে শিল্পার হাত ছিল বলে অভিযোগ করেছিলেন কবিতা।
 
আমরিতা আরোরা বিয়ে করেছিলেন শাকিল লাদাখকে।  শাকিলের জীবনেও ডিভোর্সের গল্প রয়েছে। কিন্তু বর্তমানে আমরিতা ও  শাকিলের দুটি সন্তান রয়েছে।
 
 
আট বছরের বেশি সময় লারা দত্ত প্রেম করেন কেলি দর্জির সাথে। কিন্তু পরে বিয়ে করেন টেনিস খেলোয়ার মাহেশ ভূপতিকে। বিয়ের কিছুদিন আগে মাহেশ বিয়ে করেছিলেন মডেল সিভিতাকে । সিভিতার সাথে তার দাম্পত্য জীবন কেটেছে সাত বছর।
 
বলিউডের আরেক অভিনেত্রী শ্রীদেবি সবাইকে না জানিয়ে ঘর বাধেন প্রডিউসর বনি কাপুরের সাথে। বনি কাপুর এর আগে বিয়ে করেন মনা শৌরিকে । অর্জুন কাপুর আনশুলা নামে তাদের দুটি সন্তানও রয়েছে।
 
অ্যাওয়ার্ড জয়ী শাবনা আজমীকে  বিয়ে করার আগে জাবেদ আকতার হানি ইরানীকে বিয়ে করেছিলেন।
   

No comments:

Post a Comment