এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করে ভাবুন তো, এই পৃথিবীর সবচেয়ে আবেদনময়ী নারী কথা। আপনার চোখের পাতায় কোন নারীর অবয়ব ভেসে আসছে? আপনি কি ক্যাটরিনা, এঞ্জোলিনা জোলি, পামেলা এন্ডারসনের কথা ভাবছেন। নাকি সানি লিওন আপনাকে বড্ড বেশি জ্বালাচ্ছে? আপনার পরিচিত অনেক সেলিব্রেটির আকর্ষনীয় দেহ সৈষ্ঠব আপনাকে নেশাগ্রস্থ করে দিতে পারে। মানছি আপনি প্রেমিক পুরুষ। আপনার দোষ কোনভাবেই দেয়া চলে না। আপনার পছন্দের নারীরা তাদের নিজ নিজ ক্ষেত্রে আকর্ষনীয় ও আবেদনময়ী। কিন্তু মিলা কুইনিসের কথা আলাদাভাবে ভাবতেই হবে, কেননা তিনি ইতিমধ্যে পৃথিবীর সেরা যৌনদেবীর খেতাব জুটিয়েছেন । ভাবছেন কি ভাবে? ছেলেদের মাথা নষ্ট করে? হ্যা,তাতো বটেই। ব্যাপারটা এবার খোলাসা করি।
এফএইচএম নামের একটি প্রতিষ্ঠান পৃথিবীর সেরা ১০০ জন আবেদনময়ীর তালিকা তৈরি করেছে। আর সেই তালিকায় মিলা কুইনিস আছেন সর্ব প্রথমে।
মিলা কুইনিস বরাবরই যৌনতার দেবী, একথা বললে ভুল বলা হয়না। কেননা, গতবছর বিখ্যাত ‘এসকোয়ার’ ম্যাগাজিনের এক জরিপে বিশ্বের সবচেয়ে আবেদনময়ী নারীর খেতাব জেতেন মিলা কুইনিস
No comments:
Post a Comment