Saturday, May 11, 2013

স্বপ্নের চরিত্রে হৃতিক


বিশ্বের প্রায় সব অভিনেতার স্বপ্নের চরিত্র হ্যামলেট। অনেক অভিনেতাই এই চরিত্রে অভিনয় করতে পারলে নিজের অভিনয় ক্যারিয়ারকে ধন্য মনে করেন। এবার সেই অপূর্ব সুযোগটিই এসেছে ঋত্বিক রোশনের সামনে। কিংবদন্তি ইংরেজ সাহিত্যিক উইলিয়াম শেকসপিয়ারের বিখ্যাত ‘হ্যামলেট’ উপন্যাসের নাম ভূমিকায় এবার অভিনয় করতে চলেছেন তিনি।
 
ছবিটির চিত্রনাট্য ও পরিচালনা করছেন তিগমানশু ধুলিয়া এবং প্রযোজনা করবেন গোলডি বেহল। এরই মধ্যে ঋত্বিকের সঙ্গে এ বিষয়ে সব কথা শেষ করেছেন তিগমানশু।
 
আশা করা হচ্ছে আগামী বছরের মাঝামাঝি ছবিটির শ্যুটিং শুরু হবে। তবে ছবিতে ঋত্বিকের বিপরীতে আর কে কে অভিনয় করবেন তা এখনো ঠিক করা হয়নি। 
 
জানা যায়, এ নিয়ে সম্প্রতি ঋত্বিক ও তিগমানশুর মধ্যে একটি বৈঠক হয়। তিগমানশু ঋত্বিককে হ্যামলেট চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেয়ার সঙ্গে সঙ্গেই তিনি তা সাদরে লুফে নেন। ছবির চিত্রনাট্য তৈরি করা হয়েছে ভারতের গ্রামীণ আবহে, যা ঋত্বিকের খুবই পছন্দ হয়েছে।
 
তবে ঋত্বিক বর্তমানে সিদ্ধার্থ আনন্দের ‘ব্যাং ব্যাং’ ও করন মালহোত্রার ‘শুদ্ধি’ ছবির শ্যুটিংয়ের প্রস্তুতি নিচ্ছেন। এরপরই তিনি মনোযোগ দিতে চান হ্যামলেট চরিত্রটির দিকে। অবশ্য এ বিষয়ে ঋত্বিক, তিগমানশু কিংবা গোলডি কোনো মন্তব্য করেননি। 
 
উল্লেখ্য, এর আগেও ঋত্বিককে নিয়ে ‘হ্যামলেট’ ছবিটি নির্মাণের পরিকল্পনা করা হয়েছিল। ২০০১ সালে তারসেম সিংয়ের পরিচালনায় লস অ্যাঞ্জেলেসভিত্তিক একটি প্রযোজনা প্রতিষ্ঠান এ উদ্যোগ নিয়েছিল। তবে তা আলোর মুখ দেখেনি।
   

No comments:

Post a Comment