মানুষ নিজের মতো থাকতে চাইলেও সমাজ কি তা মেনে নেয়? নেয় না বলেই এখনও
সম্পর্ক নিয়ে সমাজে যত জটিলতা। তারই চোরা স্রোত কেটে কেটে সমকামী তকমাসাঁটা
মানুষদের একটানা জীবনযুদ্ধ।
এরকমই জীবন নিয়ে ও পুরুষসঙ্গী নিয়ে সুখে ছিল মৃদুল। কিন্তু এক অজানা
দুর্ঘটনা তাকে দাঁড় করিয়ে দিল বাস্তবের সামনে। এরকমই গল্প নিয়ে তৈরি হয়েছে
পরিচালক রাতুল গঙ্গোপাধ্যায়-এর ছবি ‘দশ-ই জুলাই’।
ছবিটিতে রাতুলের ভূমিকায় এক সমকামী চরিত্রে প্রথমবারের জন্য অভিনয় করছেন চিরঞ্জিৎ,তাঁর পুরুষসঙ্গীর ভূমিকায় আছেন নবাগত অর্ক।
এছাড়াও ছবিতে দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন দেবশ্রী রায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত। ছবিটি প্রযোজনা করছে টিএসকে মুভিজ।
No comments:
Post a Comment