Friday, May 17, 2013

প্রতিদিন ২৫ রুপি আয় করবেন সঞ্জয়!

স্ত্র মামলায় দোষী সাব্যস্ত বলিউডি অভিনেতা সঞ্জয় দত্ত গতকাল বৃহস্পতিবার দুপুরে আত্মসমর্পণ করেছেন। পুনের ইয়েরাওয়াড়া জেলখানায় সাড়ে তিন বছর বন্দী থাকতে হবে তাঁকে। তবে জেলের চার দেয়ালের ভেতর অলস বসে থাকতে নারাজ এ তারকা অভিনেতা। সেখানে রান্নার কাজ করতে চেয়ে আবেদনও করেছেন। এই দায়িত্ব পালন করলে পারিশ্রমিক হিসেবে প্রতিদিন তিনি পাবেন ২৫ রুপি।
ইয়েরাওয়াড়া কারাগারে কাঠমিস্ত্রি, শতরঞ্জি কারিগর ও বাবুর্চি হিসেবে কাজের সুযোগ রয়েছে। সেগুলো থেকে যেকোনো একটি বেছে নিতে পারবেন সঞ্জয়। কাজে দক্ষতা দেখাতে পারলে তাঁর দিনপ্রতি আয় ২৫ থেকে বেড়ে ৫০ রুপি হওয়ারও সম্ভাবনা আছে। সম্প্রতি এক খবরে এ তথ্য জানিয়েছে ‘হিন্দুস্তান টাইমস’।
এদিকে জানা গেছে, কারাগারে পরীক্ষামূলকভাবে টেলিফোন ব্যবহারের সুবিধা দিতে যাচ্ছে ইয়েরাওয়াড়া জেল কর্তৃপক্ষ। এর ইনচার্জ করা হতে পারে সঞ্জয়কে। এ ছাড়া, প্রতি মাসে সঞ্জয়কে দেড় হাজার রুপি দেওয়া হবে তাঁর পরিবারের পক্ষ থেকে। কারাগারে বন্দী অবস্থায় প্রতি মাসে সর্বোচ্চ পাঁচজন ব্যক্তির সঙ্গে দেখা করতে পারবেন সঞ্জয়। তবে তাঁদের সঙ্গে ২০ মিনিটের বেশি কথা বলতে পারবেন না তিনি।
প্রসঙ্গত, ১৯৯৩ সালের মুম্বাই বিস্ফোরণ মামলায় অবৈধ অস্ত্র রাখার দায়ে গত ২১ মার্চ সঞ্জয়কে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভারতের সর্বোচ্চ আদালত। এই মামলায় এরই মধ্যে তিনি দেড় বছর জেল খেটেছেন। এ জন্য তাঁকে আর সাড়ে তিন বছর সাজা খাটতে হবে।

No comments:

Post a Comment