চুয়াডাঙ্গার দামুড়হুদার মুন্সিপুর সীমান্ত দিয়ে প্রেমের টানে ভারতীয় এক তরুণী বাংলাদেশে প্রবেশ করলে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা তাকে আটক করে। সোমবার বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের পর বিএসএফের কাছে তাকে হস্তান্তর করা হয়েছে।
এলাকাবাসী ও বিজিবি সূত্রে জানা যায়, ভারতের নদীয়া জেলার চাপড়া থানার পদ্মমালা গ্রামের তৈয়ব আলীর মেয়ে কাজলী (২৫) প্রেমের টানে অবৈধভাবে সীমান্ত পার হয়ে বৃহস্পতিবার রাতে দামুড়হুদার পীরপুরকুল্লা গ্রামের মালেকের বাড়িতে আসে। খবর পেয়ে রবিবার সন্ধ্যায় মুন্সিপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা কাজলীকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়। এ ঘটনায় সোমবার দুপুর ১টায় বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে দামুড়হুদার মুন্সিপুর সীমান্তের ৯৩ নং মেইন পিলারের কাছে দু’দেশের কোম্পানী কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকের মাধ্যেমে কাজলীকে বিএসএফের হাতে হস্তান্তর করা হয়।
পতাকা বৈঠকে বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন মহাখালী ক্যাম্পের কোম্পানী কমান্ডার ইন্সপেকটর বিজয় পাল সিং। বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বিজিবির মুন্সিপুর কোম্পানী কমান্ডার শফিকুল ইসলাম।
No comments:
Post a Comment