Friday, May 10, 2013

যৌনকর্মীর চরিত্রে পাকিস্তানের ভীনা


মাত্র কয়েকদির পরেই মুক্তি পেতে চলছে হট বোম খ্যাত ভীনা মালিকের নতুন সিনেমা ‘জিন্দেগি ৫০-৫০’। ।
 
ব্যাপক নিরাপত্তা সত্ত্বেও, হাজারো ভক্তের উন্মাদনায় হতম্বভ হলেন ভীনা। একটা অটোগ্রাফের জন্য তাঁর উপর প্রায় ঝাঁপিয়ে পড়েন হাজার হাজার ভক্ত। কোনও ক্ষতি না হলেও এই আচরণে রীতিমত ভয় পেয়ে গিয়েছিলেন ভীনা। এঘটনার পরে তৎক্ষনাৎ জয়পুর সফরের  মেয়াদ কমিয়ে নিয়ে আসেন তিনি।
 
বিভিন্ন ভাষায় ডাবিং হচ্ছে ‘জিন্দেগি ৫০-৫০’, মুক্তি পাবে এই মাসের ২৪ তারিখ।
 
ভীনা এই ছবির প্রোমোশনের জন্য কিছুদিন আগে বিকিনি পরে একটি বোল্ড ফ্যটো শ্যুট-ও করেন। ছবিটিতে তিনি মাধুরী নামের একজন যৌনকর্মীর চরিত্রে অভিনয় করছেন। এই ছবি ছাড়াও ‘দি সিটি দ্যাট নেভার স্লিপ’ ছবিতেও কাজ করছেন ভীনা। তবে তিনি বলছেন তাঁকে ঘিরে এমন উন্মাদনার কোনও ভাবেই পর্ন স্টার-দের নিয়ে সাম্প্রতিক উন্মাদনার সঙ্গে গুলিয়ে ফেলা ঠিক হবে না। কারণ যতই খোলামেলা ছবি তুলুন না কেন তিনি কিন্তু পর্ন স্টার নন। হয়ত একজন পাকিস্তানি হয়েও এইরকম উদার চিন্তা-ভাবনার ‘মালিক’ হওয়ার মধ্যেই লুকিয়ে রয়েছে তাঁকে নিয়ে কৌতুহলের যাবতীয় বীজ।

No comments:

Post a Comment