সংগীতপরিচালক শওকত আলী ইমনের সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পাঁচ মাসের মাথায় আবার বিয়ের কাজ সারলেন অভিনয়শিল্পী বিজরী বরকতউল্লাহ।
বর আরেক অভিনয়শিল্পী ইন্তেখাব দিনার। গতকাল রোববার বাংলা নববর্ষের প্রথম দিন সন্ধ্যায় ধানমন্ডির একটি রেস্তোরাঁয় বিয়ের আনুষ্ঠানিকতা সারেন তাঁরা। এতে উভয় পরিবারের কাছের লোকজন উপস্থিত ছিলেন।
বিয়ের পর আজ সোমবার প্রথম আলো ডটকমকে বিজরী বলেছেন, ‘ইমনের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর নতুন করে বিয়ের কথা উঠলে আমি ভাবলাম, বিয়ে যদি করতেই হয় তাহলে পরিচিত কাউকে করলেই ভালো হয়। দিনারের সঙ্গে আমার ১৪ বছরের বন্ধুত্ব। আমাদের দুজনের বোঝাপড়াও চমত্কার। আমার মেয়ে ঊর্বানাও তাঁকে খুব পছন্দ করে। তাই যখন বিয়ের সিদ্ধান্তটা নিলাম, তখন দিনারকে বেছে নিলাম।’
বিয়ে প্রসঙ্গে দিনার বললেন, ‘নাটকে অনেকবার দ্বিতীয় জীবনের অভিজ্ঞতা নিয়েছি। বাস্তবে এটিই প্রথম। তাই অনুভূতিটা একেবারেই অন্য রকম।’
উল্লেখ্য, ১৯৯৫ সালের ১৫ জুলাই ভালোবেসে বিয়ে করেছিলেন ইমন ও বিজরী।
বর আরেক অভিনয়শিল্পী ইন্তেখাব দিনার। গতকাল রোববার বাংলা নববর্ষের প্রথম দিন সন্ধ্যায় ধানমন্ডির একটি রেস্তোরাঁয় বিয়ের আনুষ্ঠানিকতা সারেন তাঁরা। এতে উভয় পরিবারের কাছের লোকজন উপস্থিত ছিলেন।
বিয়ের পর আজ সোমবার প্রথম আলো ডটকমকে বিজরী বলেছেন, ‘ইমনের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর নতুন করে বিয়ের কথা উঠলে আমি ভাবলাম, বিয়ে যদি করতেই হয় তাহলে পরিচিত কাউকে করলেই ভালো হয়। দিনারের সঙ্গে আমার ১৪ বছরের বন্ধুত্ব। আমাদের দুজনের বোঝাপড়াও চমত্কার। আমার মেয়ে ঊর্বানাও তাঁকে খুব পছন্দ করে। তাই যখন বিয়ের সিদ্ধান্তটা নিলাম, তখন দিনারকে বেছে নিলাম।’
বিয়ে প্রসঙ্গে দিনার বললেন, ‘নাটকে অনেকবার দ্বিতীয় জীবনের অভিজ্ঞতা নিয়েছি। বাস্তবে এটিই প্রথম। তাই অনুভূতিটা একেবারেই অন্য রকম।’
উল্লেখ্য, ১৯৯৫ সালের ১৫ জুলাই ভালোবেসে বিয়ে করেছিলেন ইমন ও বিজরী।
No comments:
Post a Comment