যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে আগামী ৭ মে অনুষ্ঠিত হচ্ছে দ্বিতীয় ‘ইউএস-বাংলাদেশ টেক ইনভেস্টমেন্ট সামিট’। উদ্যোক্তা ও পেশাজীবীদের আন্তর্জাতিক সংগঠন দ্য ইনদাস এন্টারপ্রাইজের (টাই) সদর দপ্তরে হবে এই সম্মেলন। গতকাল মঙ্গলবার ঢাকায় এক হোটেলে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
প্রযুক্তি খাতে বিনিয়োগসংক্রান্ত এ সম্মেলনে বিভিন্ন দেশের প্রায় ২০০ জন তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা, নীতিনির্ধারক, ঊর্ধ্বতন তথ্যপ্রযুক্তি কর্মকর্তা ও প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করবেন। বাংলাদেশ থেকে এই সম্মেলনে প্রায় ৫০ জন তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা অংশ নিচ্ছেন। ২০১০ সালে নিউইয়র্কের ম্যারিয়ট হোটেলে প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বেসিসের সভাপতি এ কে এম ফাহিম মাশরুর, মহাসচিব রাসেল টি আহমেদ, সম্মেলনের আহ্বায়ক শামীম আহসান, অগ্রণী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান খন্দকার বজলুল হক, ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আবদুল হামিদ।
বক্তারা জানান, আন্তর্জাতিক তথ্যপ্রযুক্তি মেলার চেয়েও বিনিয়োগ সম্মেলনে দেশের ব্র্যান্ড ভাবমূর্তি তৈরির ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখে। বাংলাদেশি প্রযুক্তি ব্যবসায়ীদের জন্য প্রচুর পরিমাণে বি-টু-বি ম্যাচমেকিং ও যৌথ উদ্যোগে ব্যবসার ক্ষেত্র তৈরির জন্যই এমন আয়োজন। সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বক্তব্য দেবেন। এ ছাড়া বক্তব্য দেবেন মার্কিন কংগ্রেসম্যান মাইকেল হোন্ডা, সিটি অব সানিভেলের মেয়র অ্যান্থনি স্পিটলেরি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব মো. নজরুল ইসলাম খান, তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ সজীব ওয়াজেদ জয়, টাই-সিলিকন ভ্যালির প্রেসিডেন্ট ভেঙ্কটেশ শুক্লা, ইউএস প্যান আমেরিকান চেম্বার অব কমার্সের প্রধান নির্বাহী সুসান অ্যালেন, ইউএস-বাংলাদেশ পার্টনার্সের প্রধান নির্বাহী জয়েস মোইসহ অনেকে।
বেসিসের উদ্যোগে এবং দ্য ইনদাস এন্টারপ্রাইজ (টাই) ও অগ্রণী ব্যাংক লিমিটেডের সহযোগিতায় হবে এই সম্মেলন। সহযোগী আয়োজক হিসেবে আছে ইউএস প্যান এশিয়ান চেম্বার অব কমার্স, ইউএস-বাংলাদেশ পার্টনার্স, আমেরিকান অ্যাসোসিয়েশন অব বাংলাদেশি ইঞ্জিনিয়ার্স, নেটওয়ার্ক অব ইয়ং বাংলাদেশি-আমেরিকান প্রফেশনালস ও বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম।
প্রযুক্তি খাতে বিনিয়োগসংক্রান্ত এ সম্মেলনে বিভিন্ন দেশের প্রায় ২০০ জন তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা, নীতিনির্ধারক, ঊর্ধ্বতন তথ্যপ্রযুক্তি কর্মকর্তা ও প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করবেন। বাংলাদেশ থেকে এই সম্মেলনে প্রায় ৫০ জন তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা অংশ নিচ্ছেন। ২০১০ সালে নিউইয়র্কের ম্যারিয়ট হোটেলে প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বেসিসের সভাপতি এ কে এম ফাহিম মাশরুর, মহাসচিব রাসেল টি আহমেদ, সম্মেলনের আহ্বায়ক শামীম আহসান, অগ্রণী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান খন্দকার বজলুল হক, ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আবদুল হামিদ।
বক্তারা জানান, আন্তর্জাতিক তথ্যপ্রযুক্তি মেলার চেয়েও বিনিয়োগ সম্মেলনে দেশের ব্র্যান্ড ভাবমূর্তি তৈরির ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখে। বাংলাদেশি প্রযুক্তি ব্যবসায়ীদের জন্য প্রচুর পরিমাণে বি-টু-বি ম্যাচমেকিং ও যৌথ উদ্যোগে ব্যবসার ক্ষেত্র তৈরির জন্যই এমন আয়োজন। সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বক্তব্য দেবেন। এ ছাড়া বক্তব্য দেবেন মার্কিন কংগ্রেসম্যান মাইকেল হোন্ডা, সিটি অব সানিভেলের মেয়র অ্যান্থনি স্পিটলেরি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব মো. নজরুল ইসলাম খান, তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ সজীব ওয়াজেদ জয়, টাই-সিলিকন ভ্যালির প্রেসিডেন্ট ভেঙ্কটেশ শুক্লা, ইউএস প্যান আমেরিকান চেম্বার অব কমার্সের প্রধান নির্বাহী সুসান অ্যালেন, ইউএস-বাংলাদেশ পার্টনার্সের প্রধান নির্বাহী জয়েস মোইসহ অনেকে।
বেসিসের উদ্যোগে এবং দ্য ইনদাস এন্টারপ্রাইজ (টাই) ও অগ্রণী ব্যাংক লিমিটেডের সহযোগিতায় হবে এই সম্মেলন। সহযোগী আয়োজক হিসেবে আছে ইউএস প্যান এশিয়ান চেম্বার অব কমার্স, ইউএস-বাংলাদেশ পার্টনার্স, আমেরিকান অ্যাসোসিয়েশন অব বাংলাদেশি ইঞ্জিনিয়ার্স, নেটওয়ার্ক অব ইয়ং বাংলাদেশি-আমেরিকান প্রফেশনালস ও বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম।
No comments:
Post a Comment