Saturday, April 27, 2013

জিজ্ঞাসাবাদের জন্য রানার স্ত্রীসহ আটক ৪

সাভারে ধসে পড়া রানা প্লাজা ভবনের মালিক সোহেল রানাকে গ্রেপ্তারে তথ্য জোগাড়ের লক্ষ্যে জিজ্ঞাসাবাদের জন্য তাঁর স্ত্রী মিতুসহ চারজনকে আটক করা হয়েছে। বিভিন্ন সময় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।
অন্য তিনজন হলেন রানার চাচাতো ভাই জাহাঙ্গীর ও তাঁর স্ত্রী মুন্নি এবং মুন্নির আত্মীয় আনোয়ার। জাহাঙ্গীর দম্পতির সঙ্গে তাঁদের তিন মাসের শিশুপুত্রও রয়েছে। 
জাহাঙ্গীরের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, গত বুধবার ভবনধসের পর জাহাঙ্গীর স্ত্রী মুন্নিকে নিয়ে মানিকগঞ্জের হরিরামপুরে ঝিটকা এলাকায় শ্বশুরবাড়িতে যান। গত বৃহস্পতিবার সাভার থানার পুলিশ সেখান থেকে তিন মাসের শিশুসহ মুন্নি ও তাঁর আত্মীয় আনোয়ারকে আটক করে। তাঁদের তথ্যের ভিত্তিতে গতকাল শুক্রবার জাহাঙ্গীরকে আটক করা হয়। মিতুকেও গতকাল আটক করা হয়।
সাভার থানার পুলিশ চারজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছে। তবে কখন কোত্থেকে তাঁদের আটক করা হয়েছে, এ ব্যাপারে পুলিশ কিছু জানায়নি। 
জাহাঙ্গীরের বাবা আবদুল আজিজ দাবি করেন, ভবনধসে বহু লোক মারা যাওয়ার ঘটনা অপরাধ হলে তার সঙ্গে যুক্ত সোহেল রানা ও তাঁর বাবা আবদুল খালেক। তাঁরা আত্মীয় হলেও অর্থনৈতিক বা ব্যবসায়িক কোনো সম্পর্ক তাঁদের সঙ্গে নেই। ওই ভবনের কোনো অংশীদারিও তাঁদের নেই। পরিবারের কেউ ওই ভবনে চাকরি বা তদারকিতেও ছিলেন না। পুলিশ হয়রানির উদ্দেশ্যে তিন মাসের বাচ্চাসহ তাঁর ছেলে ও ছেলের বউকে আটক করেছে। 
এর আগে গতকাল রাতে রানা প্লাজায় অবস্থিত নিউ ওয়েভ বটমস ও নিউ ওয়েভ স্টাইল গার্মেন্টসের দুই মালিক বজলুস সামাদ আদনান ও মাহমুদুর রহমান তাপসকে পুলিশ গ্রেপ্তার করে। 
গত বুধবার সাভার বাসস্ট্যান্ডের পাশে নয় তলাবিশিষ্ট রানা প্লাজা ভবনটি ধসে পড়ে। এতে তিন শতাধিক মানুষ নিহত হয়েছে।

No comments:

Post a Comment