শ্রীশান্ত আবার খবরে ফিরলেন। আর হ্যাঁ অবশ্যই, এবারও
ক্রিকেটীয় কারণে নয়। আইপিএলের ভরা মৌসুমে কেরালার এই পেসার এমন একটা
বিতর্ক তুললেন যা নিয়ে বাজার গরম করা যায়। শ্রীশান্ত ঝুলি থেকে বের করলেন
আইপিএলের চড় কাণ্ড (`স্ল্যাপ গেট` বিতর্ক)। পুরো ঘটনাটাই ছিল পূর্বপরিকল্পিত৷ বললেন, ও
পিছনে থেকে ছুরি মারে। আর অন্য কেউ নয়, পিছন থেকে ছুরি মারার কাজটি
করেছিলেন ভাজ্জি৷ সঙ্গে যোগ করেছেন, হরভজন তাঁকে চড় মারেননি৷ কিন্তু 'পিঠে
ছুরি মেরেছিলেন'৷
বৃহস্পতিবার বেঙ্গালুরুতে গৌতম গম্ভীরের সঙ্গে প্রকাশ্য বিবাদে জড়িয়ে
পড়েন বিরাট কোহলি। এই ঘটনায় যখন দেশের ক্রিকেটমহল সরগরম, তখনই পুরনো
বিতর্ক ফিরিয়ে আনলেন শ্রীসান্থ।
আইপিএলের প্রথম মৌসুমে কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে খেলা শ্রীসন্থকে চড়
মেরেছিলেন মুম্বাই ইন্ডিয়ন্সের হরভজন সিং। ভাজ্জির চড় খেয়ে মাঠেই
শ্রীশান্ত কেঁদে ফেলছিলেন। এই চড় কাণ্ডের জেরে ভাজ্জিকে নির্বাসিত হতে
হয়েছিল। কিন্তু পাঁচ বছর পর শ্রীসন্থ এখন উল্টো গাইছেন।
আজ টুইটারে শ্রীশান্ত লিখেছেন, সেদিন হরভজন তাঁকে চড় মারেননি। সেদিন একটা
ঝামেলায় চড়ের মত কোনও ঘটনা ঘটেনি। তবে এরপর মারাত্মক অভিযোগ করছেন
বিশ্বকাপ জয়ী দলের এই সদস্য পেসার। শ্রীশান্ত বলেছেন, সেদিন তিনি ভাজ্জির
সঙ্গে হাত মেলাতে গেছিলেন। কিন্তু হরভজন মেজাজ হারিয়ে তাঁকে কনুই দিয়ে আঘাত
করেন বলে অভিযোগ শ্রীসান্থের। যথারীতি বলেছেন, পুরো অধ্যায়ের পিছনে তাঁর
কোনও দোষ নেই।
এতদিন পরে কেন এই বিষয়ে মুখ খুলছেন। তার কারণ ব্যাখা করতে গিয়ে বলেছেন, `ভয় পেয়েছিলাম যদি এর ফলে দলে যদি নিজের ঠাঁই না পাই`।
No comments:
Post a Comment