কোনও ওয়েবপেজকে পিডিএফ বা ইমেজ হিসেবে সেভ করতে অনেক সফটওয়্যার রয়েছে। কিন্তু ফায়ারফক্সে আলাদা সফটওয়্যার ব্যবহার না করে ‘পিডিএফআইটি’ (PDFIT) নামে অ্যাড-অন্স ব্যবহার করে সহজেই যে-কোনও ওয়েবপেজের সম্পূর্ণ বা দৃশ্যমান অংশকে পিডিএফ বা ইমেজ ফাইলে সেভ করা যায়। https://addons.mozilla.org/en-US/firefox/addon/7528 থেকে অ্যাড-অন্সটি ইনস্টল করে ফায়ারফক্স রিস্টার্ট করে নিন। এখন যে ওয়েবপেজটি পিডিএফ করতে চান সেটি ওপেন করে Tools মেনু থেকে Pdf It!>Save As PDF-এ ক্লিক করে থেকে সম্পূর্ণ বা দৃশ্যমান অংশকে পিডিএফ করবেন তা নিবার্চন করে সেভ করলেই হবে।
No comments:
Post a Comment