২০১৩ সালটা বোধহয় দুর্ভাগ্যের বছর হিসেবেই আবির্ভূত হয়েছে কানাডীয় পপ গায়ক জাস্টিন বিবারের জন্য। বছরের শুরুতেই হারিয়েছেন প্রেমিকা সেলেনা গোমেজকে। এরপর গত সপ্তাহে হারালেন উপহার পাওয়া ম্যালি নামের ছোট্ট একটি বানরকে।
গত ১ মার্চ ছিল বিবারের ১৯তম জন্মদিন। সেদিন তিনি সংগীত প্রযোজক জামাল রশিদের কাছ থেকে ম্যালি নামের ছোট্ট বানরটিকে উপহার হিসেবে পেয়েছিলেন। একাকী বিবারের সঙ্গে অল্প কয়েকদিনের মধ্যেই দারুণ সখ্য গড়ে উঠেছিল ম্যালির। বিবারের সব সময়ের সঙ্গী হয়ে ওঠে সে। এমনকি গত সপ্তাহে ট্যুরের জন্য দেশের বাইরে যাওয়ার সময়ও ম্যালিকে সঙ্গে নেন বিবার।
কিন্তু কে জানত জার্মানিতে ম্যালিকে নেওয়ার জন্য বিপাকে পড়তে হবে বিবারকে! তাঁর কাছে প্রয়োজনীয় কাগজ-পত্র না পাওয়ায় ম্যালিকে আটকে দেয় জার্মানির ফ্রানজ যোসেফ স্ট্রস বিমানবন্দর কর্তৃপক্ষ। পরে মিউনিখের একটি বন্যপ্রাণী আশ্রয়কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হয় বানরটিকে। এক খবরে এ তথ্য জানিয়েছে ‘ডেইলিমেইল’।
এভাবে ম্যালিকে হারানোর পরও বিবার তাঁর আন্তর্জাতিক ট্যুর চালিয়ে যান। বিস্ময়কর ব্যাপার হলো, যে ম্যালির সঙ্গে তাঁর এত সখ্য তাকে উদ্ধারে বিবার এখন পর্যন্ত কোনো উদ্যোগই নেননি। ম্যালি যে আশ্রয়কেন্দ্রে আছে সেখানকার পরিচালক কার্ল হেনজ জানিয়েছেন, ‘এখনও বিবার আমাদের সঙ্গে কোনো রকম যোগাযোগ করেননি। তিনি যোগাযোগ না করলে ম্যালিকে কোনো চিড়িয়াখানায় পাঠিয়ে দেওয়া হবে।’
কার্ল আরও বলেন, ‘এরমধ্যেই যুক্তরাজ্য এবং হল্যান্ডের বেশ কয়েকটি চিড়িয়াখানার কর্তৃপক্ষের সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে। তারা ম্যালিকে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। ব্যক্তি মালিকানায় থাকার চেয়ে চিড়িয়াখানাতেই ভালো থাকবে ম্যালি। বানরটির বয়স মাত্র ১৪ সপ্তাহ। তাকে এত কম বয়সে মায়ের কাছ থেকে দূরে সরানোটাও মোটেই ঠিক হয়নি।’
গত ১ মার্চ ছিল বিবারের ১৯তম জন্মদিন। সেদিন তিনি সংগীত প্রযোজক জামাল রশিদের কাছ থেকে ম্যালি নামের ছোট্ট বানরটিকে উপহার হিসেবে পেয়েছিলেন। একাকী বিবারের সঙ্গে অল্প কয়েকদিনের মধ্যেই দারুণ সখ্য গড়ে উঠেছিল ম্যালির। বিবারের সব সময়ের সঙ্গী হয়ে ওঠে সে। এমনকি গত সপ্তাহে ট্যুরের জন্য দেশের বাইরে যাওয়ার সময়ও ম্যালিকে সঙ্গে নেন বিবার।
কিন্তু কে জানত জার্মানিতে ম্যালিকে নেওয়ার জন্য বিপাকে পড়তে হবে বিবারকে! তাঁর কাছে প্রয়োজনীয় কাগজ-পত্র না পাওয়ায় ম্যালিকে আটকে দেয় জার্মানির ফ্রানজ যোসেফ স্ট্রস বিমানবন্দর কর্তৃপক্ষ। পরে মিউনিখের একটি বন্যপ্রাণী আশ্রয়কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হয় বানরটিকে। এক খবরে এ তথ্য জানিয়েছে ‘ডেইলিমেইল’।
এভাবে ম্যালিকে হারানোর পরও বিবার তাঁর আন্তর্জাতিক ট্যুর চালিয়ে যান। বিস্ময়কর ব্যাপার হলো, যে ম্যালির সঙ্গে তাঁর এত সখ্য তাকে উদ্ধারে বিবার এখন পর্যন্ত কোনো উদ্যোগই নেননি। ম্যালি যে আশ্রয়কেন্দ্রে আছে সেখানকার পরিচালক কার্ল হেনজ জানিয়েছেন, ‘এখনও বিবার আমাদের সঙ্গে কোনো রকম যোগাযোগ করেননি। তিনি যোগাযোগ না করলে ম্যালিকে কোনো চিড়িয়াখানায় পাঠিয়ে দেওয়া হবে।’
কার্ল আরও বলেন, ‘এরমধ্যেই যুক্তরাজ্য এবং হল্যান্ডের বেশ কয়েকটি চিড়িয়াখানার কর্তৃপক্ষের সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে। তারা ম্যালিকে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। ব্যক্তি মালিকানায় থাকার চেয়ে চিড়িয়াখানাতেই ভালো থাকবে ম্যালি। বানরটির বয়স মাত্র ১৪ সপ্তাহ। তাকে এত কম বয়সে মায়ের কাছ থেকে দূরে সরানোটাও মোটেই ঠিক হয়নি।’
No comments:
Post a Comment