Saturday, April 13, 2013

দশক জুড়ে প্রিয়ঙ্কা


দেখতে দেখতে বলিউডে হেসেখেলে দশটি বছর পার করে দিলেন প্রিয়ঙ্কা চোপড়া।
অবশ্য এই দশক জুড়ে যাত্রার মাঝেই নায়িকাকে নিয়ে বলিউড সরগরম হয়েছে বড় কম নয়।
বার বার অক্ষয কুমার আর শাহরুখ খান-এর সঙ্গে নাম জড়িয়ে তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করেছে টিনসেল টাউন, কখনও বা অন্য নায়িকারা ঈর্ষাণ্বিত হয়েছেন তাঁর সাফল্যে।
তিনি অবশ্য এসবে খুব একটা কান দেননি, চুপচাপ নিজের কাজ করে আর পুরষ্কারে ঝুলি ভর্তি করে অব্যাহত রেখেছেন তাঁর বলিউড সফর।

No comments:

Post a Comment