Monday, April 29, 2013

সিগারেট খাওয়ার পরামর্শ দিয়ে বিপাকে মমতা

স্বাস্থ্যের জন্য ক্ষতিকর জেনেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি এক অনুষ্ঠানে বেশি করে সিগারেট খাওয়ার পরামর্শ দিয়েছেন। এতে ক্ষুব্ধ হয়ে আজ সোমবার রাজ্য মানবাধিকার কমিশনে মমতার বিরুদ্ধে অভিযোগ করেছে পশ্চিমবঙ্গের মানবাধিকার সংস্থা গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি (এপিডিআর)। 
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পশ্চিমবঙ্গে স্বল্প অর্থ লগ্নিকারী প্রতিষ্ঠান সারদা গোষ্ঠীর কর্ণধার সুদীপ্ত সেন কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগে সম্প্রতি গ্রেপ্তার হন। তাঁর গ্রেপ্তারের পর ক্ষতিগ্রস্ত আমানতকারীদের সাহায্যের জন্য মমতা ২৪ এপ্রিল ৫০০ কোটি রুপির একটি ত্রাণ তহবিল গঠন করার ঘোষণা দেন । 
ওই ঘোষণার সময় মুখ্যমন্ত্রী বলেন, সিগারেটের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করে ওই ৫০০ কোটি টাকার মধ্যে ১৫০ কোটি আদায়ের ব্যবস্থা করা হবে। এ সময় তিনি বেশি কর আদায়ের জন্য মানুষকে বেশি করে সিগারেট খাওয়ার পরামর্শ দেন। কিন্তু তাঁর এই ঘোষণায় ক্ষুব্ধ হয় পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ। তারা মনে করছে, মমতা এই ঘোষণা দিয়ে মানবাধিকার লঙ্ঘন করেছেন।
ওই ঘটনার জের ধরে আজ মমতার বিরুদ্ধে অভিযোগ করে এপিডিআর। ওই অভিযোগে সংস্থাটি জানায়, মমতার উচিত তাঁর কৃতকর্মের জন্য দুঃখ প্রকাশ করা। তাই এ ব্যাপারে ব্যবস্থা নিতে রাজ্যের মানবাধিকার কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে এপিডিআর।

No comments:

Post a Comment