Friday, April 19, 2013

বিশ্বের সবচেয়ে প্রভাবশালীদের কাতারে আমির

বলিউডের প্রখ্যাত অভিনেতা আমির খানের সাফল্যের মুকুটে যুক্ত হলো আরেকটি পালক। আজ ১৯ এপ্রিল বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ১০০ জন ব্যক্তির নামের তালিকা প্রকাশ করেছে ঐতিহ্যবাহী ‘টাইম ম্যাগাজিন’। এই তালিকায় ঠাঁই পেয়েছে ‘মিস্টার পারফেকশনিস্ট’খ্যাত এ তারকার নাম।
‘টাইম ম্যাগাজিন’ শিল্প, সংস্কৃতি, রাজনীতি, ক্রীড়া, ব্যবসাসহ বিভিন্ন অঙ্গনে সাড়া জাগানো ব্যক্তিদের নিয়ে বার্ষিক এ তালিকা প্রস্তুত করেছে। ‘২০১৩ টাইম ১০০’ সংখ্যার জন্য বিশেষ সাতটি প্রচ্ছদও ছাপানো হয়েছে। সেগুলোর একটিতে ঠাঁই পেয়েছে আমিরের ছবি। আমিরের পরিচয় হিসেবে উল্লেখ করা হয়েছে, চলচ্চিত্র তারকা ও সমাজকর্মী। তাঁকে ‘পথ প্রদর্শক’ হিসেবেও অভিহিত করা হয়েছে। জানিয়েছে ‘ইন্দো-এশিয়ান নিউজ’।
টাইমডটকমে আমিরকে নিয়ে লিখেছেন অস্কারজয়ী ভারতীয় সংগীত পরিচালক এ আর রেহমান। আমির সম্পর্কে তিনি লিখেছেন, ‘তারকা খ্যাতিকে কাজে লাগিয়ে সমাজের নানা ক্ষত সারানোর কাজে এগিয়ে এসেছেন আমির। তাঁর সম্মোহনী ক্ষমতা আছে। সব কাজে তাঁর জাদুকরি প্রভাবের কারণে কোনো অভিযোগ না তুলে মন্ত্রমুগ্ধ হয়ে সবাই তাঁর কথা মেনে নেয়।’
রেহমান আরও লিখেছেন, ‘আমির তাঁর “সত্যমেভ জয়তে” অনুষ্ঠানের মাধ্যমে সমাজের নানা অসংগতি তুলে ধরেছেন। সমাধানের পথ বাতলে দেওয়ার চেয়ে স্পর্শকাতর নানা বিষয় নিয়ে প্রশ্ন তোলাটাই ছিল এই অনুষ্ঠানের মূল লক্ষ্য। এমন কিছু সংবেদনশীল বিষয় নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন, যা তথাকথিত সভ্য সমাজে কেউ আলোচনা করারও সাহস দেখান না। অথচ অত্যন্ত সাহসিকতার সঙ্গে সবার সামনে সে সব প্রশ্ন উত্থাপন করেছেন আমির। এর মধ্য দিয়ে তিনি একটি আন্দোলনের সূচনা করেছেন, যা ভারতীয়দের জীবনধারা পালটে দিতে সাহায্য করবে। জয় হো।’
বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ১০০ জন ব্যক্তির নামের তালিকায় আরও ঠাঁই পেয়েছেন পাকিস্তানের কিশোরী নারীশিক্ষা কর্মী মালালা ইউসুফজাই, হলিউডের চলচ্চিত্র নির্মাতা স্টিভেন স্পিলবার্গ, অভিনেতা ড্যানিয়েল ডে লুইস, অভিনেত্রী জেনিফার লরেন্স, গায়ক ও অভিনেতা জাস্টিন টিমবারলেক, পপ গায়িকা বিয়ন্স নোলস ও তাঁর স্বামী র্যাপ সংগীতশিল্পী জে-জি, যুক্তরাজ্যের রাজবধূ কেট মিডলটন, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও তাঁর স্ত্রী মিশেল ওবামা, মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি প্রমুখ।

No comments:

Post a Comment