Tuesday, April 30, 2013

সিঙ্গাপুর নেয়া হচ্ছে উদ্ধারকর্মী এজাজকে


সাভারের উদ্ধার অভিযানে অগ্নিদগ্ধ স্বেচ্ছাসেবক উদ্ধারকর্মী এজাজ উদ্দিন কায়কোবাদের চিকিৎসার সব ব্যয়ভার সরকার বহন করবে।
সাভারের রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে গার্মেন্টকর্মী শাহীনা আক্তারকে উদ্ধার করতে গিয়ে মারাত্মক অগ্নিদগ্ধ এজাজকে মঙ্গলবার ঢাকা সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে দেখতে গিয়ে এ কথা বলেন শেখ হাসিনা।
পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন স্বেচ্ছাসেবক উদ্ধারকর্মী এজাজকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠানো হচ্ছে।
রোববার রাতে রানা প্লাজার ধ্বংসস্তূপের উপর থেকে সুরঙ্গ কেটে নেমে শাহীনাকে উদ্ধারের সময় আগুন লাগলে অগ্নিদগ্ধ হন এজাজ। পরের দিন শাহীনা মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
এজাজকে সিঙ্গাপুরে এয়ার অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়ার খরচ হিসাবে শেখ হাসিনা বাংলাদেশ সেনাবাহিনীর স্বাস্থ্য অধিদপ্তরকে ৩৫ লাখ টাকা দেন।
এছাড়া সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন আহত আরও চারজনের চিকিৎসারও খোঁজ-খবর নেন প্রধানমন্ত্রী।

No comments:

Post a Comment