বহুল আলোচিত-সমালোচিত মডেল ও অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা কন্যা
সন্তানের মা হতে যাচ্ছেন। দেড় বছর আগে সকল সমালোচনা উপেক্ষা করে মাহমুদ
শান্তর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন প্রভা। শ্বশুড়-শ্বাশুড়ি আর স্বামীর সঙ্গে
ভালোই কাটছে তার দিন। আবার অভিনয়েও নিয়মিত হয়েছেন। কিন্তু এবার এসেছে নতুন
খবর। মা হতে যাচ্ছেন এ তারকা।
প্রভার ঘনিষ্ট সূত্রে জানা গেছে, সম্প্রতি প্রভা আল্ট্রাসনোগ্রাম করে
জানতে পেরেছেন তার কন্যা সন্তান হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রভা বিষয়টি তার
কাছের লোক জনের সঙ্গে শেয়ারও করেছেন। এনিয়ে প্রভার মন খারাপ হলেও খুশি
শান্ত। কারণ প্রভার কন্যা সন্তান পছন্দ না। আর শান্ত কন্যা সন্তান পছন্দ
করেন।
খোঁজ নিয়ে জানা গেছে, নাতির মুখ দেখার জন্য তর সইছে না প্রভার
শ্বশুড়-শ্বাশুড়ির। আর তাই ছেলে শান্তকে জানিয়ে দিলো তাদের ইচ্ছার কথা। কথা
শুনে শান্তরও এ নিয়ে কোন আপত্তি নেই। আর প্রভাও স্বামী শান্তর কথা অমান্য
করতে চাইছেন না। তবে মা হবার জন্য প্রভা আরও কয়েকটা দিন সময় চেয়েছেন শান্তর
কাছে।
আগামী বছরই শান্তকে সেরা উপহারটা দিতে চাইছেন প্রভা। বরাবরই ‘শান্ত’
স্বভাবের শান্ত স্ত্রীর কথা মেনে নিয়েছেন কোন বাক্য ব্যয় না করে। সবমিলিয়ে
আগামী বছরই মা হচ্ছেন প্রভা। তার আগে মিডিয়ায় নিজের অবস্থানটা আরেকটু
পাকাপোক্ত করে নিতে চান এ মডেল কন্যা।
বর্তমানে সংসারের পাশাপাশি নিয়মিত আবার অভিনয়ও শুরু করেছেন প্রভা। এ তারকা
এখন একাধিক নাটকের শ্যুটিং করছেন। এ বছরের শেষের দিকে একটি সিনেমায়ও অভিনয়
করার কথা রয়েছে প্রভার।
পারিবারিক উদ্যোগে ২০১১ সালের ১৯শে ডিসেম্বর বরিশালের ব্যবসায়ী মাহমুদ
শান্তর সঙ্গে বিয়ে হয় প্রভার। শান্ত একটি মাল্টিন্যাশনাল কোম্পানির উচ্চ
পদস্থ কর্মকর্তা।
No comments:
Post a Comment