Wednesday, December 5, 2012

আপনি জানেন কি? মোট জমির মধ্যে আবাদি জমির শতকরা হারের দিক থেকে সমগ্র পৃথিবীতে এক নম্বরে বাংলাদেশ !!!

বাংলাদেশে মোট জমির মধ্যে আবাদি জমির শতকরা পরিমাণ সমগ্র বিশ্বের মধ্যে সর্বোচ্চ। (সুবহানাল্লাহ)
অর্থাৎ বাংলাদেশে মোট ভূমির পরিমাণ (পানি বাদে) ১ লক্ষ ৩৩ হাজার ৯১০ বর্গ কিলোমিটার। এই জমির মধ্যে আবাদ করা যাবে ৭৪ হাজার ১৭৩ বর্গ কিলোমিটার এলাকায়। সেই হিসেবে আবাদি জমির পরিমাণ ৫৫.৩৯ শতাংশ। অথচ আমেরিকার ক্ষেত্রে এর পরিমাণ মাত্র ১৮.০১ শতাংশ। ইসরাইলের ক্ষেত্রে মাত্র ১৫ শতাংশ, মেক্সিকোর ক্ষেত্রে মাত্র ১২.৬৬ শতাংশ, জাপানের ক্ষেত্রে ১১.৬৪ শতাংশ, নিউজিল্যান্ডের মাত্র ৫.৫৪ শতাংশ, ফ্রান্সের মাত্র ০.১৩ শতাংশ।

নিচে বিশ্বের বিভিন্ন দেশের আবাদি জমির শতকরা পরিমাণ ধারাবাহিকভাবে দেয়া হল:

বাংলাদেশ ৫৫.৩৯% 
মাল্ডোভা ৫৪.৫২% 
ইউক্রেইন ৫৩.৮০% 
ডেনমার্ক ৫২.৫৯% 
হাঙ্গেরী ৪৯.৫৮% 
মরিসাস ৪৯.০২% 
ভারত ৪৮.৮৩% 
রুয়ান্ডা ৪৫.৫৬% 
লিথুনিয়া ৪৪.৮১% 
টোগো ৪৪.২০% 
পোল্যান্ড ৪০.২৫% 
রুমানিয়া ৩৯.৪৯% 
চেক রিপাবলিক ৩৮.৮২% 
বারবাডোস ৩৭.২১% 
কমোরোস ৩৫.৮৭% 
বরুন্ডি ৩৫.৫৭% ৯,
ফ্রান্স (মেট্রোপলিটন) ৩৩.৪৬% 
সাইবেরিয়া ও মটেনেগ্রো ৩৩.১৮% 
জার্মানি ৩৩.১৩% 
নাইজেরিয়া ৩৩.০২% 
এলসাভাদর ৩১.৩৭% 
মাল্টা ২৫% ৯৯ 
বুলগেরিয়া ২৯.৯৪% 
তুরস্ক ২৯.৮১% 
স্লোভাকিয়া ২৯.২৩% 
গাজা উপত্যকা ২৯% 
লাটভিয়া ২৮.১৯% 
হাইতি ২৮.১১% 
গাম্বিয়া ২৭.৮৮% 
কিউবা ২৭.৬৩% 
থাইল্যান্ড ২৭.৫৪% 
বেলিজিয়াম ২৭.৪২% 
স্পেন ২৭.১৮% 
বেলারুশ ২৬.৭৭% 
ইতালি ২৬.৪১% 
ক্রোরেশিয়া ২৫.৮২% 
লিচটেস্টেইন ২৫% 
সিরিয়া ২৪.৮০% 
পাকিস্তান ২৪.৪৪% 
তাইওয়ান ২৪.০০% 
লুমেক্সবার্গ ২৩.৯৪% 
বেনিন২৩.৫৩% 
ইউকে ২৩.২৩% 
ডোমিনিক রিপাবলিক ২২.৪৯%
উত্তর কোরিয়া ২২.৪০% 
মেসিডোনিয়া ২২.০১% 
নেদারল্যান্ড ২১.৯৬% 
উগান্ডা ২১.৫৭% 
সামোয়া ২১.১৩% 
মালায়ি ২০.৬৮% 
আজারবাইজান ২০.৬২% 
গ্রিস ২০.৪৫% 
কম্বোডিয়া ২০.৪৪% 
ভিয়েতনাম ২০.১৪% 
আলবেনিয়া ২০.১০% 
টোঙ্গা ২০% 
ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ ২০.০০% 
মন্টসেরাট ২০.০০%
বারমুডা ২০.০০% 
বসনিয়া হার্জেগোভিনা ১৯.৬১% 
সেইন্ট কিটস এন্ড নেভিস ১৯.৪৪% 
মরোক্কো ১৯% 
ফিলিপাইন ১৯% 
আনন্টগুয়া এন্ড বারবুদা ১৮.১৮% 
যুক্তরাষ্ট্র ১৮.০১% 
সেইন্ট ভিনসেন্ট ও গ্রেনাডিন ১৭.৯৫% 
বুরকিনা ফাসো ১৭.৬৬% 
ঘানা ১৭.৫৪% 
পর্তুগাল ১৭.২৯% 
তিউনেসিয়া ১৭.০৫% 
পশ্চিম তীর ১৬.৯০% 
আয়ারল্যান্ড ১৬.৮২% 
আর্মেনিয়া ১৬.৭৮% 
কুক দ্বীপপুঞ্জ [১] ১৬.৬৭% 
স্যান মারিনো ১৬.৬৭% 
অস্ট্রিয়া ১৬.৫৯% 
দক্ষিণ কোরিয়া ১৬.৫৮% 
লেবানন ১৬.৩৫% 
নেপাল ১৬.০৭% 
জামাইকা ১৫.৮৩% 
ইসরাইল ১৫.৪৫% 
মায়ানমার ১৪.৯২% 
চীন ১৪.৮৬% 
নিকারাগুয়া ১৪.৮১% 
ত্রিনিদাদ এন্ড টাবাগো ১৪.৬২% 
শ্রিলঙ্কা ১৩.৯৬% 
রেউনিয়ন ১৩.৯৪% 
মালদ্বীপ ১৩.৩৩% 
গুয়াতেমালা ১৩.২২% 
ইরাক ১৩.১২% 
উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জ ১৩.০৪% 
সেইন্ট হেলেনা ১২.৯০% 
মেক্সিকো ১২.৬৬% 
ক্যামেরুন ১২.৫৪% 
সেনেগাল ১২.৫১% 
সেইন্ট পিয়েরে এবং মিকুয়েলন ১২.৫০% 
আফগানিস্তান ১২.১৩% 
দক্ষিণ আফ্রিকা ১২.১০% 
এস্তেনিয়া ১২.০৫% 
গুয়াডেলোপ ১১.৭০% 
জাপান ১১.৬৪% 
নাইয়ু [১] ১১.৫৪% 
জর্জিয়া ১১.৫১% 
নাইজার ১১.৪৩% 
কেইপ ভারডি ১১.৪১% 
মারশেল দ্বীপপুঞ্জ ১১.১১% 
ইন্দোনেশিয়া ১১.০৩% 
ফিজি ১০.৯৫% 
লেসোথো ১০.৮৭% 
সাইপ্রাস ১০.৮১% 
আরুবা ১০.৫৩% 
উজবেকিস্তান ১০.৫১% 
সুইজারল্যান্ড ১০.২৫% 
আর্জেন্টিনা ১০.০৩% 
ইথোপিয়া ১০.০১% 
আমেরিকান সামওয়া ১০.০০% 
নেদারল্যান্ডি এন্টিলেস ১০% 
সুইজারল্যান্ড ৯.৯১ 
ইরান ৯.৭৮% 
হন্ডুরাস ৯.৫৩% 
মার্টিনিক ৯.০৯% 
ইসলে অব ম্যান ৯% 
পালাউ ৮.৭০% 
স্লেভেনিয়া ৮.৫৩% 
সাউ টোমে এন্ড প্রিনসিপ ৮.৩৩% 
গিনি বিসাউ ৮.৩১% 
কাজাখস্তান ৮.২৮% 
জিম্বাবুয়ে ৮.২৪% 
পূর্ব তিমুর ৮.২০% 
কেনিয়া ৮.০১% 
সিয়োরা লিয়ন ৭.৯৫% 
উরুগুয়ে ৭.৭৭% 
প্যারাগুয়ে ৭.৪৭% 
পানামা ৭.২৬% 
রাশিয়া ৭.১৭% 
ওয়ালিস এন্ড ফুটুনা ৭.১৪% 
জাম্বিয়া ৬.৯৯% 
ব্রাজিল ৬.৯৩% 
সুদান ৬.৭৮% 
ডোমিনিকা ৬.৬৭% 
খিরগিজিস্তান ৬.৫৫% 
ফিনল্যান্ড ৬.৫৪% 
তাজিকিস্তান ৬.৫২% 
সেইন্ট লুসিয়া ৬.৪৫% 
অস্ট্রেলিয়া ৬.১৫% 
সুইডেন ৫.৯৩% 
গ্রানাডা ৫.৮৮% 
ফেডারেটেড স্টেটস অব মাইক্রোনেসিয়া ৫.৭১% 
ভার্জিন দ্বীপপুঞ্জ ৫.৭১% 
ইকুয়েডর ৫.৭১% 
নিউজিল্যান্ড ৫.৫৪% 
মালেয়েশিয়া ৫.৪৬% 
মোজাম্বিক ৫.৪৩% 
হংকং এসএসআর ৫.০৫% 
মাদাগাস্কার ৫.০৩% 
ইরিত্রিয়া ৪.৭৮% 
ইকুয়েটরিয়াল গিনি ৪.৬৩% 
কানাডা ৪.৫৭% 
তুর্কমেনিস্তান ৪.৫১% 
গিনি ৪.৪৭% 
কোস্টারিকা ৪.৪০% 
তাসমানিয়া ৪.২৩% 
লাওস ৪.০১% 
কেম্যান দ্বীপপুঞ্জ৩.৮৫% 
মালি ৩.৭৬% 
পুয়ের্টো রিকো ৩.৬৯% 
গুয়াম ৩.৬৪% 
লাইবেরিয়া ৩.৪৩% 
জর্ডান ৩.৩২% 
আলজেরিয়া ৩.১৭% 
সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক ৩.১০% 
বেলিজ ৩.০৫% 
মিশর ২.৯২% 
ইয়েমেন ২.৯১% 
পেরু ২.৮৮% 
ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো ২.৮৬% 
ভেনেজুয়েলা ২.৮৫% 
বাহরাইন ২.৮২% 
চাদ ২.৮০% 
বলিভিয়া ২.৭৮% 
কিরিবাটি ২.৭৪% 
নরওয়ে ২.৭০% 
আগ্গোলা ২.৬৫% 
চিলি ২.৬২% 
তুর্ক এন্ড কাইকস দ্বীপপুঞ্জ ২.৩৩% 
ভুটান ২.৩০% 
গুয়ানা ২.২৩% 
সেচেলেস ২.১৭% 
ফারোয় দ্বীপপুঞ্জ ২.১৪% 
আন্ডোরা ২.১৩% 
ব্রুনাই ২.০৮% 
কলোম্বিয়া ২.০১% 
সউদী আরব ১.৬৭% 
কাতার ১.৬৪% 
ভানুয়াতু ১.৬৪% 
সোমালিয়া ১.৬৪% 
সিঙ্গাপুর ১.৪৭% 
রিপাবলিক অব কঙ্গো১.৪৫% 
গ্যাবন ১.২১% 
লিবিয়া ১.০৩% 
নামিবিয়া ০.৯৯% 
কুয়েত ০.৮৪% 
সংযুক্ত আরব আমিরাত ০.৭৭% 
মঙ্গোলিয়া ০.৭৬% 
ফ্রেঞ্চ পেনিসিলভানিয়া ০.৭৫% 
বটসওয়ানা ০.৬৫% 
সলোমোন দ্বীপপুঞ্জ ০.৬২% 
দ্যা বাহামাস ০.৫৮% 
পাপুয়া নিউগিনি ০.৪৯% 
সুরিনামি ০.৩৬% 
নিউ ক্যালেডোনিয়া ০.৩২% 
মৌরিতানিয়া ০.২০% 
ফ্রেঞ্চ গায়ানা ০.১৩% 
ওমান ০.১২% 
আইসল্যান্ড ০.০৭% 
ডিজিবোউটি ০.০৪% 
ওয়েস্টার্ন সাহারা ০.০২% 
মোনাকো ০% 
ম্যাকান এসএসআর) ০% 
জিব্যলেটর ০% 
ভ্যাটিকান সিটি ০% 
জার্সি ইউকে ০% 
নাউরু ০% 
টুভালু ০% 
টকেলাও ০% 
আঙ্গুলিয়া ০% 
নরফক দ্বীপ ০% 
ককোস দ্বীপপুঞ্জ ০% 
ক্রিসমাস দ্বীপ ০% 
ফ্যাল্কল্যান্ড দ্বীপ ০% 
সাভারবার্ড ০% 
গ্রীনল্যান্ড ০%

No comments:

Post a Comment